#চেন্নাই: ১বার ২ বার নয়, ১০ বারের গর্ভবতী ৷ বয়স হয়েছে ৫২ বছর ৷ শরীরও ক্ষমতা হারিয়েছে ৷ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, প্রেশার হাই ৷ কিন্তু তারপরও সাধ রয়েছে মা হওয়ার ৷ বয়স সহায়ক নয়, বুঝিয়েছেন চিকিৎসকরা ৷ কিন্তু কে শোন কার কথা ৷ চিকিৎসকদের কথাতে পাত্তাই দিচ্ছেন না অন্তঃসত্ত্বা ৷ ৯ সন্তানের মা, এখন জন্ম দিতে চলেছেন ১০ম সন্তানকে ৷ ডাক্তারবাবুরা অনুরোধ করছেন জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সাড়া দিতে ৷ কিন্তু সেই কথা শুনেই হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন তিনি ৷ ঘটনাটি তামিলনাডুর ত্রিচি শহরের ৷
আরও পড়ুন ফের বাড়ছে সোনার দাম, দেখে নিন আজ কতটা বাড়ল গয়নার দাম
মহিলার নাম আরায়ি (৫২) স্বামী আনন্দম (৫৬) ৷ ইতিমধ্যেই দম্পতির ৪ সন্তানের বিয়েও হয়ে গিয়েছে ৷ তারপর দশমবার গর্ভবতী হন আরায়ি ৷ শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন ৷ তবে সেখানে তাঁর শারীরে কথা মাথায় রেখেই চিকিৎসকরা তাঁকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পরামর্শ দেন ৷ মানতে চাননি মহিলা ৷ তাই তড়িঘড়ি হাসপাতাল থেকে পালান তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birth Control, Pregnant