Home /News /national /
শ্রীনগরে তুষারধসে মৃত ৫ পুলিশকর্মী-সহ মৃত ৭

শ্রীনগরে তুষারধসে মৃত ৫ পুলিশকর্মী-সহ মৃত ৭

শ্রীনগরে কয়েক দিন ধরেই মারাত্ক তুষারপাত চলছে৷ আবহাওয়া অত্যন্ত প্রতিকূল৷ যার জেরে শুক্রবার ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীরের আই লিগ ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে৷

 • Share this:

  #জম্মু: তুষারধসে শ্রীনগরে মৃত্যু হল ৭ জনের৷ মৃতদের মধ্যে ৫ পুলিশকর্মী৷ মোট ১০ জন তুষারধসের কবলে পড়েন৷ বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷ উদ্ধারকাজে নেমেছে সেনা৷

  শ্রীনগরে কয়েক দিন ধরেই মারাত্ক তুষারপাত চলছে৷ আবহাওয়া অত্যন্ত প্রতিকূল৷ যার জেরে শুক্রবার ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীরের আই লিগ ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে৷

  জনজীবন বিপর্যস্ত৷ কাশ্মীরে বহু মানুষ প্রত্যন্ত এলাকায় আটকে পড়েছেন৷ ৩০০ কিমি দীর্ঘ জম্মু-শ্রীনগর রাজমার্গ তুষারধসে পুরোপুরি বন্ধ৷ কয়েকশো মানুষ ফেঁসে গিয়েছেন তুষারঝঞ্ঝায়৷

  First published:

  Tags: Jammu, Kashmir, Srinagar

  পরবর্তী খবর