#নয়াদিল্লি: সৌদি আরবে নাজরান প্রদেশে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ১০ জন ভারতীয় শ্রমিকের ৷ আহত হয়েছে কমপক্ষে ছ’জন ৷ আহতদের মধ্যে চারজন ভারতীয় ৷ জানা গিয়েছে, জানলাহীন একটি বাড়িতে থাকতেন ভারতীয় শ্রমিকরা ৷ সেই বাড়িতেই বৃহস্পতিবার আগুন লেগে যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি ৷ জানলা না থাকায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১১ জন শ্রমিকের ৷ তার মধ্যে ১০ জন ভারতীয় ও একজন বাংলাদেশি ছিলেন বলে জানা গিয়েছে ৷
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, জেড্ডার কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ দূতাবাস কর্মীরা পরিস্থিতি দেখতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷
এক মহিলা মৃতদেহগুলি দেশের ফিরিয়ে আনার জন্য সাহায্য চাওয়ায় সুষমা ট্যুইটে জানান, তিনি বিষয়টির উপর নজর রাখছেন ৷
জানা গিয়েছে, মৃতরা সকলেই একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন ৷ নাজরান প্রদেশের ফইসালিয়াহ জেলার সোনার বাজারের কাছে একটি পুরনো বাড়িতে তারা থাকত ৷ জানলা না থাকায় এতজনের একসঙ্গে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷
পুরনো এসি থেকেই শর্ট সার্কিট হয়েই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৷ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের বাড়ি ভাড়ায় দেওয়া বন্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 10 Indians Killed, Bengali News, External Affairs Minister Sushma Swaraj, Saudi Arabia, Saudi Arabia House Fire, Six Injured in Saudi Arabia House Fire