Home /News /national /
সৌদি আরবে ভয়াবহ আগুনে, মৃত ১০ ভারতীয় শ্রমিক

সৌদি আরবে ভয়াবহ আগুনে, মৃত ১০ ভারতীয় শ্রমিক

সৌদি আরবে নাজরান প্রদেশে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ১০ জন ভারতীয় শ্রমিকের ৷

 • Share this:

  #নয়াদিল্লি: সৌদি আরবে নাজরান প্রদেশে ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ১০ জন ভারতীয় শ্রমিকের ৷ আহত হয়েছে কমপক্ষে ছ’জন ৷ আহতদের মধ্যে চারজন ভারতীয় ৷ জানা গিয়েছে, জানলাহীন একটি বাড়িতে থাকতেন ভারতীয় শ্রমিকরা ৷ সেই বাড়িতেই বৃহস্পতিবার আগুন লেগে যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি ৷ জানলা না থাকায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১১ জন শ্রমিকের ৷ তার মধ্যে ১০ জন ভারতীয় ও একজন বাংলাদেশি ছিলেন বলে জানা গিয়েছে ৷

  বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, জেড্ডার কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ দূতাবাস কর্মীরা পরিস্থিতি দেখতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷

  এক মহিলা মৃতদেহগুলি দেশের ফিরিয়ে আনার জন্য সাহায্য চাওয়ায় সুষমা ট্যুইটে জানান, তিনি বিষয়টির উপর নজর রাখছেন ৷

  জানা গিয়েছে, মৃতরা সকলেই একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন ৷ নাজরান প্রদেশের ফইসালিয়াহ জেলার সোনার বাজারের কাছে একটি পুরনো বাড়িতে তারা থাকত ৷ জানলা না থাকায় এতজনের একসঙ্গে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷

  পুরনো এসি থেকেই শর্ট সার্কিট হয়েই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৷ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের বাড়ি ভাড়ায় দেওয়া বন্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

  First published:

  Tags: 10 Indians Killed, Bengali News, External Affairs Minister Sushma Swaraj, Saudi Arabia, Saudi Arabia House Fire, Six Injured in Saudi Arabia House Fire

  পরবর্তী খবর