#শ্রীনগর: ফের জম্মু-কাশ্মীরে গুলির লড়াই ৷ মঙ্গলবার সেনা জঙ্গি লড়াইয়ে এক জঙ্গিকে খতম করেছে নিরাপত্তারক্ষীরা ৷ এদিন সকাল ৭টা নাগাদ জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিন এলাকায় গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে ৷ ঘটনায় চারজন আহত হয়েছেন ৷ আহত সেনা জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিত্সার জন্যে।সেনার কাছে গোপনসূত্রে খবর ছিল যে ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ এরপর তারা সেখানে হানা দেয় ৷ গোটা এলাকা ঘিরে ফেলে শুরু করে তল্লাশি অভিযোন ৷ তল্লাশি চালানোর সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ এরপর দু’তরফের মধ্যে শুরু হয়ে যায় গুলির লড়াই ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে গুলির লড়াই ৷ পাশের এলাকায় পালিয়ে যেতে সফল হয়েছে বেশ কয়েকজন জঙ্গি বলে অনুমান করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।