#দান্তেওয়াড়া: বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল দান্তেওয়াড়া পুলিশ৷ মঙ্গলবার দান্তেওয়াড়ার কিরানদুল পুলিশ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই মাওবাদী সদস্যকে৷ এই মাওবাদী নেতাকে ধরতে পারলে বা সন্ধান দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল দান্তেওয়াড়া পুলিশ৷
পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে চলানর এলাকায় তল্লাশি চালায় দান্তেওয়াড়া পুলিশ৷ সেখানেই পুলিশের জালে আসে ওই কুখ্যাত মাওবাদী নেতা৷ ওই মাও-নেতার নাম সুখরাম মান্ডভি ওরফে ভৈরা ওরফে ভৈরব ওরফে পিসা৷ পুলিশ জানাচ্ছে, ভৈরব বেশ কিছু খুন ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত৷
ধৃত মাওবাদীর কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে৷ কিরনদুল পুলিশ ও ডিআরজি-র যৌথ বাহিনী এ দিন তল্লাশি অভিযান চালায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।