#নয়া দিল্লি: করোনা ভাইরাসের আক্রমণ আটকাতে দেশজুড়ে চলছে চার দফার লকডাউন। যদিও এর পরেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। দেশে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন নতুন করে ৪,৯৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,০১,১৩৯জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১৩৪ জনের। মোট মৃতের সংখ্যা ৩,১৬৩ জন। তবে সবটাই খারাপ খবর এমন নয়। গত ২৪ ঘণ্টায় ২,৩৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। এর আগেই ৩৯, ১৭৪ জন সুস্থ হয়েছেন। অতএব করোনা আক্রান্তের সংখ্যা অনুযায়ী ভারতে সুস্থ হয়ে ওঠার হার প্রায় ৩৮.৭৩ শতাংশ। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
During the last 24 hours, a total of 2,350 #COVID19 patients have been cured. Thus, so far, a total of 39,174 patients have been cured of COVID-19. This means a recovery rate of 38.73% amongst COVID-19 patients. The recovery rate is improving continuously: Ministry of Health pic.twitter.com/6chjPsLOaj
— ANI (@ANI) May 19, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Cured patients, Death, India