#শ্রীনগর: ফের উত্তপ্ত উপত্যকা ৷ সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ এক জওয়ান ৷ ঘটনাস্থল কাশ্মীরের রাজৌরি জেলা ৷
সূত্রের খবর, নৌসেরা সেক্টরে লাম বেল্টে টহলদারি দিচ্ছিলেন সেনারা ৷ সেখানেই ফুট ট্র্যাকে মাটিতে রাখা ছিল আইইডি ৷ টহলদারি দেওয়ার সময় আচমকাই ফেটে যায় সেটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জওয়ানের ৷ আহত হন ২ জওয়ান ৷ তাদের মধ্যে রয়েছেন একজন মেজর জেনারেলও ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
আরও পড়ুন: সুরক্ষার স্বার্থে মহিলাদের নিয়োগ সম্ভব নয়, জানাল ভারতীয় রেল
প্রসঙ্গত, পাক সেনার বর্ডার অ্যাকশন টিম হামলা চালাতে পারে সেনা জওয়ানদের উপর ৷ এমন সতর্কতা বার্তা জারি হওয়ার জেরেই টহলদারি চালাচ্ছিলেন জওয়ানেরা ৷
অন্যদিকে, শ্রীনগরের লাল চকে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ শুক্রবার সন্ধ্যেবেলাতেই ঘটে এই ঘটনাটিও ৷ এই ঘটনায় ১জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে খবর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IED Blast, Indian Army, J&K