Home /News /national /

ধারওয়াড়ে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ১, ৮০ জনের আটকে থাকার আশঙ্কা

ধারওয়াড়ে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ১, ৮০ জনের আটকে থাকার আশঙ্কা

 • Share this:

  #ধারওয়াড়: কর্ণাটকের ধারওয়াড়ে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছেন প্রায় ৮০ জন এমনই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬ জন ।

  ঘটনাস্থল বেঙ্গালুরুর ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত ধারওয়াড়ের কুমারেশ্বর নগর, সেখানেই ভেঙে পড়েছে নির্মীয়মাণ এই বহুতল । এখনও পর্যন্ত প্রায় ১৫ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে । ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ১০টি অ্যাম্বুলেন্স ।

  গত দু'বছর ধরেই ওই বহুতল নির্মাণের কাজ চলছিল । গ্রাউন্ড ফ্লোর ও একতলাতে প্রায় ৬০টি দোকানও চলত । সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে সেখানে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন । ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। উদ্ধারকাজের জন্য বাড়তি ব্যবস্থার নির্দেশও দিয়েছেন তিনি ।

  First published:

  Tags: Building Collapse, Dharwad, কর্ণাটক

  পরবর্তী খবর