Football World Cup 2018

চাকরি দেবে নাসা, মাস মাইনে ১৯ লক্ষ ১০ হাজার ৯৬৫ টাকা!

Akash Misra | News18 Bangla
Updated:Aug 03, 2017 06:58 PM IST
চাকরি দেবে নাসা, মাস মাইনে ১৯ লক্ষ ১০ হাজার ৯৬৫ টাকা!
Akash Misra | News18 Bangla
Updated:Aug 03, 2017 06:58 PM IST

#নিউইয়র্ক: না সোশ্যাল নেটওয়ার্কে ঘুরে বেড়ানো এ কোনও সস্তা রসিকতা নয় ৷ বরং নাসার তরফ থেকেই এই চাকরির জন্য দেওয়া হল বিজ্ঞপ্তি ৷ আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই চাকরিতে কাজটা হবে অন্যগ্রহের প্রাণী থেকে পৃথিবীকে রক্ষা করা !

নাসার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও সময় দৌড়োদৌড়ির জন্য তৈরি থাকতে হবে। তৈরি থাকতে হবে দিনে হাজার হাজার ই-মেল পাওয়ার জন্য। কোনও অসামরিক সরকারি প্রশাসনের শীর্ষ পদে অন্তত এক বছর কাজ করার অভিজ্ঞাতা থাকতে হবে চাকরি প্রার্থীর। তা ছাড়া পদার্থবিজ্ঞান, প্রযুক্তি ও গণিতে স্নাতকোত্তর ডিগ্রি তো তাঁর থাকতেই হবে। গ্রহের সুরক্ষা, নিরাপত্তা নিয়েও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে চাকরি প্রার্থীর। অত্যন্ত জটিল পরিস্থিতি সামলানোর জন্য প্রার্থীর কূটনৈতিক দক্ষতাও কাম্য। সঙ্গে তাঁকে হতে হবে মার্কিনদেশের নাগরিক ৷ তবে নিজের দেশের কথা গোপন করে যে কেউ-ই আবেদন করতে পারেন ৷ কারণ, চূড়ান্ত ইন্টারভিউয়ের পরই হবে চাকরি৷

First published: 06:58:15 PM Aug 03, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर