হোম /খবর /নদিয়া /
রেল লাইনে কাজ চলায় বন্ধ 'এই' রুটের বেশ কয়েকটি ট্রেন, ভোগান্তিতে সাধারণ মানুষ

Nadia Nadia: রেল লাইনে কাজ চলায় বন্ধ 'এই' রুটের বেশ কয়েকটি ট্রেন, ভোগান্তিতে সাধারণ মানুষ

X
ট্রেনের [object Object]

রেলের কাজ চলায় বাতিল কয়েক জোড়া রেল পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা l রেল কর্তৃপক্ষের প্রচারের অভাবেই এই দুর্ভোগ এমনটাই অভিযোগ এক শ্রেণীর যাত্রীদের

  • Share this:

শান্তিপুর: চলছে রেলের কাজ৷ যার জেরে বন্ধ বেশ কয়েকটি ট্রেন৷ প্রচারে ঘাটতির জন্যই ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ নদিয়ার শান্তিপুরের যাত্রীদের।

শুক্রবার থেকেই থেকেই দুর্ভোগে শান্তিপুরের যাত্রী পরিষেবা৷ প্রাত্যহিক জীবনের চলাচল এর অন্যতম অবলম্বন ট্রেন ,আর সেই ট্রেনেরই চলাচলে সময় লাগছে কয়েক ঘণ্টা। কখন স্টেশন থেকে ছাড়বে ট্রেন ,আর কখনই বা গন্তব্যে পৌঁছবে তার কোনও নিশ্চয়তা নেই ।

সংখ্যা কম হওয়ায় রীতিমতো বাদুরঝোলা ভিড় ট্রেনগুলিতে। কেউ কেউ পৌঁছতেও পারছেন না তাঁদের গন্তব্যে৷ আর এই যাত্রী দুর্ভোগে রীতিমত নাজেহাল সাধারণ মানুষ ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

অন্যদিকে রবিবার প্রায় সাড়ে সাত ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। মালদহ ডিভিশনের ফরাক্কা স্টেশনের কাছে লাইন সম্প্রসারণের জন্য ট্রাফিক ও পাওয়ার বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে মালদহ রেল ডিভিশন। আগামী রবিবার ১২ মার্চ সকাল ১০.১৫ মিনিট থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার বন্ধ থাকবে এই রুটে। স্বাভাবিকভাবেই এই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হবে। লাইনের কাজের জন্য বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ার সম্ভবনা রয়েছে। রেলের পক্ষ থেকে সেই সমস্ত ট্রেনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

মৈনাক দেবনাথ

Published by:Rachana Majumder
First published:

Tags: Train Cancellation