হোম /খবর /নদিয়া /
পথের ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ! চাঞ্চল্য ছড়াল শান্তিপুরে

Nadia News: পথের ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ! চাঞ্চল্য ছড়াল শান্তিপুরে

X
স্থানীয়রাই [object Object]

ওই ব্যক্তিকে তিন চার দিন যাবত ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়, যার গায়ে অংশে কাটা সেলাইয়ের দাগও রয়েছে

  • Local18
  • Last Updated :
  • Share this:

শান্তিপুর: পথের পাশে এক অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে। নদীয়ার শান্তিপুর স্টেশন সংলগ্ন ঢাকা পাড়া এলাকায় পথের পাশের থেকে শান্তিপুর থানা একটি মৃতদেহ উদ্ধার করে।এলাকা সূত্রে যানা যায়, ওই ব্যক্তিকে তিন চার দিন যাবত ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়, যার গায়ে অংশে কাটা সেলাইয়ের দাগ, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন, অজ্ঞাত পরিচিত ওই বৃদ্ধের কোনও পরিচয় জানতে পারেননি তাঁরা ‌।

শান্তিপুরের সামাজিক সংস্থা নবজাগরণ, এ ধরনের খাবার ব্যবস্থা করে থাকে, তাঁরা জানায় কিছুদিন আগে ওই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো, হয়েছিলো, একটু সুস্থ হতেই চিৎকার চেঁচামেচি করে অন্যান্য ভর্তি রোগীদের বিরক্ত করে নিজেই হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: রাত হলেই কেউ যেতে চাইতেন না এই এলাকায়! শেষে পুলিশ আসতেই যা হল

ওই এলাকারই বেশ কিছু সহৃদয় যুবক বলেন, গতকাল রাতেও দুটো পর্যন্ত উনি বেঁচে ছিলেন, সন্ধ্যায় এলাকার মানুষজন এসে কিছু খাবার দিয়ে, পথের পাশে মশারি টাঙিয়ে দিয়ে যায়। কিন্তু সকাল থেকে, সারা শব্দ না পাওয়ায় শান্তিপুর থানায় জানানো হয়েছে। তারা এসে উনাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সেখান থেকে জানা যায় ওই ব্যক্তি মৃত।

মৈনাক দেবনাথ

Published by:Anulekha Kar
First published:

Tags: Nadia