শান্তিপুর: কথায় বলে "চায়ের সঙ্গে টা ফ্রি" বাস্তবে দেখতে পাবেন শান্তিপুরের এই চায়ের দোকানে এলে। মানুষ চায়ের নেশার জন্য চায়ের দোকানে ভিড় করছেন না, ভিড় করছেন চায়ের কাপ খাওয়ার জন্য। নদিয়ার শান্তিপুরের চা ব্যবসায়ীর মথুরার চায়ের দোকানে এখন তিল ধারণের জায়গা নেই । এখানে মানুষ আসছেন চায়ের সঙ্গে কাপও খেতে। আর এই চা খেতেই লাইন দিয়েছেন দোকানের সামনে আট থেকে ৮০ সকলেই। শান্তিপুরের "মথুরার চা" নামে পরিচিত এই দোকান।
দোকানদারের নাম মথুরা কর্মকার। প্রায় নয় বছর ধরে এই চায়ের দোকান চালাচ্ছেন তিনি। এই চায়ের দোকানের ওপরেই নির্ভর সংসার । জানা যায় এক সময় পৌরসভার অস্থায়ীভাবে জল সরবরাহ কেন্দ্রে কাজ করতেন মথুরা বাবু। কিন্তু কাজ হারানোর পর মাথায় হাত। কিভাবে সংসার চালাবেন বুঝে উঠতে পারছেন না মথুরা। হাতে সেরকম অর্থ নেই যে ব্যবসা করবেন। এরপর স্থানীয় বাসিন্দাদের এবং বন্ধুদের সহযোগিতায় বাড়ির সামনের খুলে বসলেন এক চায়ের দোকান।
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক! রাতে ঘরে ঢুকে শ্বশুর এ কী করল বউমার ওপর! চারিদিকে রক্ত
মথুরা বাবুর প্রথম থেকেই ইচ্ছে ছিল, নতুনত্ব কিছু করার , তাই মোবাইলে ইউটিউব থেকে দেখতে পান যে জোয়ার, বাজরা, রাগীর মত শস্য দানা দিয়ে তৈরি করা হয়েছে চায়ের কাপ । এই কাপের মধ্যে রয়েছে বিস্কুটের উপকরণ কিন্তু এই কাপ পাওয়া যায় দক্ষিণ ভারতে। যদিও কলকাতার ব্যবসায়ীরা অর্ডার দিয়ে নিয়ে আসেন দক্ষিণ রাজ্য থেকে।
আরও পড়ুন: এক টাকায় চপ বিক্রি করে এই ব্যক্তি যা ম্যাজিক করলেন, অবাক না হয়ে পারবেন না!
মথুরা বাবু খোঁজ নিয়ে কলকাতা থেকে নিয়েছে ন এই কাপ। তার কথায় নয় বছর ধরে চা বিক্রি করছি মাটির কাপে। কিন্তু এখন ওয়াটার বিস্কুটের কাপে চা বিক্রি করার কারণে অনেকেই আসছেন চা খেতে। শান্তিপুর তো বটেই, বাইরের মানুষও আসছেন এখানে এই চায়ের সাথে কাপেরও স্বাদ নিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tea, West Bengal news