তাহেরপুর: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই তিন কুখ্যাত দুষ্কৃতির নামে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এর পরেই পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই ৩ দুষ্কৃতী ডাকাতির ছক কষেছে। এরপরে পুলিশ অভিযান চালিয়ে ওই ৩ দুষ্কৃতিকে তাহেরপুর থানার খামার শিমুলিয়া থেকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম সমর সরকার বয়স ১৮ বছর, বাড়ি তাহেরপুর থানার অন্তর্গত নাওপুকুরিয়াতে, রমেন বিশ্বাস বয়স ২৯ বছর, বাড়ি তাহেরপুর থানার অন্তর্গত পূর্ব বাদকুল্লাতে, সুলব বিশ্বাস বয়স ৩৯ বছর বাড়ি তাহেরপুরের বাদকুল্লা উত্তর সুরোভিস্তান এলাকায়।
আরও পড়ুন: বৈদ্যবাটি পৌরসভার অভিনব উদ্যোগ, সাফাই কর্মীদের সম্মান জানাতে যন্ত্রাংশ দিয়ে তৈরি হল মডেল
পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে ডাকাতের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ওই ৩ দুষ্কৃতী। এরপরেই অতর্কিতে পুলিশকর্মীরা হানা দেয় এবং হাতেনাতে পাকড়াও করে তাহেরপুর থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।
আরও পড়ুন: তিতিবিরক্ত.... হাওড়ার বাঁকসোরের বাড়িতে চাঞ্চল্যকর দাবি হৈমন্তীর মায়ের! যা বললেন...
প্রসঙ্গত, সামনেই নির্বাচন এবং তার আগেই একের পর এক অভিযান চালিয়ে একাধিক দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ। কোথাও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে তো কোথাও দুষ্প্রাপ্য বস্তু উদ্ধার হচ্ছে। এছাড়াও কোথাও বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নদিয়া জেলা পুলিশ। ঠিক তেমনই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ ব্যক্তিকে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ। আগামী পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের এই তৎপরতা দেখে বাহবা দিচ্ছে জেলাবাসী।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, Nadia news