হোম /খবর /নদিয়া /
শুভেন্দুর সঙ্গে সরকারবিরোধী চক্রান্তে সুজন-অধীর‌ও: স্নেহাশিস

Nadia News: 'শুভেন্দুর সরকার বিরোধী চক্রান্তে সামিল হয়েছেন সুজন-অধীর‌ও', বিস্ফোরক দাবি স্নেহাশিসের

রাজ্য সরকার বিরোধী চক্রান্তে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সঙ্গে সামিল হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী! বিস্ফোরক দাবি রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

  • Share this:

নদিয়া: সদ্য পেশ হওয়া বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ খাদ্য সুরক্ষা খাতে নব্বই হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে দিয়েছে। এর ফলে ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, যারা রেশন থেকে বিনামূল্যে খাদ্য দ্রব্য সংগ্রহ করে বেঁচে থাকেন, আগামী দিনে তাঁরা বঞ্চিত হবেন বলে অভিযোগ তুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার বিকেলে নদিয়ার নবদ্বীপের ভালুকা কানাই নগর বটতলা সংলগ্ন বাদল স্মৃতি ময়দানে তৃণমূলের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

স্নেহাশিস বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার পাশাপাশি পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ‌ও তুলেছেন। তাঁর দাবি, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করে দিতে বিরোধী দলের বেশ কিছু নেতা একজোট হয়েছে। শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরীরা হাত মিলিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন বলে অভিযোগ করেন পরিবহণ মন্ত্রী।

আরও পড়ুন: চড়ে বেড়াচ্ছে গরু-ছাগল, বাচ্চাদের খেলার জায়গায় গোবরের ঘুঁটে লেপা! এ পার্ক না গোচারণ ভূমি?

বিরোধীদের 'সম্মিলিত চক্রান্তের' দাওয়াই হিসেবে স্নেহাশিস চক্রবর্তী বলেন, "গ্রামের প্রতিটি পরিবারকে একসাথে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সুজন চক্রবর্তীদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে।" তাঁর দাবি, বাংলার প্রতিটি পরিবারকে তৃণমূল কংগ্রেস নিজের পরিবার বলে মনে করে।

ওই জনসভায় স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী রনিতা দাস, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ, জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

মৈনাক দেবনাথ

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: BJP, Congress, Cpim, Mamata Banerjee, Nadia news, Panchayat Election 2023, Suvendu Adhikari, TMC