চাপড়া: শিশুদের রান্না করা খাবারে মধ্যে সাপ। শিক্ষা কেন্দ্রে ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের ডোম পুকুর এলকায়। এলাকার একটি বাড়ির একাধিক শৌচালয়ের মাঝেই শিশুদের রান্নার ব্যবস্থা পূর্ব দক্ষিণপাড়া ৬০ নম্বর আইসিডিএস সেন্টারে। প্রতিদিনের মতো এদিনও এলাকার শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠন পাঠানোর জন্য নিয়ে আসা হয়। এরপরে খাবার নিতে গিয়ে অভিভাবকরা দেখেন রান্না করা খাবারের ভিতরে সাপ!
খিচুড়ির মধ্যে সাপ পাওয়াকে কেন্দ্র করে এলাকায় রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন খাবার হাতে করে চাপড়া থানায় অভিযোগ দায়ের করতে আসে স্থানীয় মানুষ। এই ৬০ নম্বর আইসিডিএস সেন্টারের শিক্ষিকা শাহানারা খাতুন জানান স্কুল পাশে একটি বাড়ির ভিতরে রান্না করা হয়, তার চারপাশে রয়েছে শৌচালয় তার মাঝখানেই হয় স্কুলের খাবার রান্না। সেই খাবারের মধ্যে সাপ পাওয়া গেছে তা তিনি স্বীকারও করে নেন।
আরও পড়ুন - IMD South Bengal Weather Update|| আবহাওয়ায় ফের বড় বদলের ইঙ্গিত, রইল হাতে গরম ওয়েদার আপডেট
আরও পড়ুন - IPL 2023: খেতাব রক্ষার লড়াইতে নেমেই বড় ধাক্কা, দু রান বাঁচানোর চক্করে বড় ক্ষতি তারকার
যদিও স্থানীয় মানুষজনের অভিযোগ স্কুলে রান্না হয় বাঁশ বাগান থেকে পাতা কুড়িয়ে সেই পাতা দিয়ে। ছেলেমেয়েদেরকে যে খাবার দেওয়া হয় সেটা সিদ্ধ হয় না ঠিক মত। খাবারের মান খুব নিম্নমানের। অনিয়মিত ভাবেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। মাঝেমধ্যে খাবার দেওয়াও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। খিচুড়ির মধ্যে সাপ পাওয়ার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mid Day Meal, Nadia, Snake