হোম /খবর /নদিয়া /
মাইক বাজিয়ে ঠাকুর বিসর্জনে বাধা, পুলিশকে মারধরের অভিযোগ

Nadia News: মাইক বাজিয়ে ঠাকুর বিসর্জনে বাধা, পুলিশকে মারধরের অভিযোগ

X
আহত [object Object]

পুলিশ অফিসারেরা মাইক বন্ধ করতে বলায় পুলিশ অফিসারদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল ঠাকুর বিসর্জন দিতে যাওয়া বেশ কিছু যুবক যুবতীদের বিরুদ্ধে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

রানাঘাট:  তীব্রমাইক বাজিয়ে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছিলেন একদল পুজো কমিটি। জোরালো আওয়াজের জেরে শব্দ দূষণের অভিযোগ ওঠে। শব্দ দূষণের কারণে কর্তব্যরত পুলিশ অফিসারেরা মাইক বন্ধ করতে বলায় পুলিশ অফিসারদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল ঠাকুর বিসর্জন দিতে যাওয়া বেশ কিছু যুবক যুবতীদের বিরুদ্ধে। ঘটনাটি রানাঘাট থানার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত থানারপাড়া এলাকায়।

অভিযোগ, বেধড়ক মারধর করার ফলে বেশ কিছু কর্তব্যরত পুলিশেরা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ৮ থেকে ১০ জন আহত পুলিশ কর্মীকে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ক্রমশ তাদের অবস্থার অবনতি হওয়ার ফলে তাদেরকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। এছাড়াও বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত অধিকাংশ সময় দেখা যায় যে কোনও ঠাকুর বিসর্জনের সময় জোরালো আলো এবং তীব্র শব্দযুক্ত মাইক ভাড়া করে রাস্তা দিয়ে ঠাকুর বিসর্জনের জন্য বের হয় বিভিন্ন পূজা কমিটিরা। এর ফলে একদিকে যেমন হয় ট্রাফিক জ্যাম, অন্যদিকে তীব্র মাইকের আওয়াজে স্থানীয় এলাকায় প্রচুর পরিমাণে হয় শব্দ দূষণ। এই শব্দ দূষণ বিশেষত শিশু এবং বয়স্কদের মারাত্মকভাবে প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনও সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তার ওপর চড়াও হয় উত্তেজিত পুজো কমিটিরা। তবে এবার স্বয়ং পুলিশ আধিকারিকেরা এই ঘটনায় বাধা দিতে গেলে তাদেরকেই করা হল আক্রমণ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে তীব্র নিন্দার ঝড় উঠেছে সমস্ত বিশেষজ্ঞ মহলে।

Mainak Debnath

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Idol immersion, Nadia news