#নদিয়া: মুর্শিদাবাদে নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। গোষ্ঠী কোন্দলের জেরে নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে মুর্শিদাবাদ জেলায়। মতিরুল ইসলামের খুনের ঘটনায় শুক্রবার নওদা থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী রিনা বিবি। ১০ জনের নামে অভিযোগ করেছেন তিনি। ঘটনায় ১জনকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ। ধৃতের নাম ইস্রাফিল সেখ। সাইদ বিশ্বাস নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।
ধৃতদের দুজনেরই বাড়ি থানারপাড়া। থানারপাড়া ও নওদা থানার পুলিশ নারায়নপুর এলাকার একটি ইট ভাঁটা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। শনিবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, আমরা একজনকে গ্রেফতার করেছি তাকে পুলিশ হেফাজতে নিয়েছি। অন্য অভিযুক্তরাও শীঘ্রই গ্রেফতার হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় নওদা থানার শিবনগর টিয়াকাটা এলাকায় খুন হয় নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুনের অভিযোগে রীতিমতো সোরগোল পড়ে যায় দুই জেলার রাজনৈতিক মহলে। শুক্রবার মৃতের স্ত্রী নদিয়া জেলার নারায়নপুর ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা বিবি অভিযোগ দায়ের করেন। তার মধ্যে নওদা ব্লক তৃণমূল সভাপতি হাবিব ওরফে সফিউজ্জামান সেখ, নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ও ইট ভাঁটার মালিক রাজকুমারের নাম রয়েছে।
আরও পড়ুনঃ শুধু নেইমার-দানিলো নয়, সুইজারল্যান্ড ম্যাচে খেলতে না পারেন আরও এক ব্রাজিল তারকানদিয়া ও মুর্শিদাবাদ জেলার পুলিশ তদন্ত শুরু করে। যদিও ধৃত ব্যক্তির নাম এফ আই আর-এ নেই। আইনজীবি অলোকেশ পাল বলেন, খুনের অভিযোগ আনা হয়েছে ইস্রাফিল সেখের বিরুদ্ধে। বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনী সিংহ রায় বলেন, আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। যারা দোষী তাদের গ্রেফতার করুক।
Pranab Kumar Banerjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder, Nadia, Nadia news, Police, TMC