হোম /খবর /নদিয়া /
মন্তাজের ওপর ভিত্তি করে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রানাঘাটে

Nadia News: মন্তাজের উপরে ভিত্তি করেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রানাঘাটে

X
মন্তাজের উপর [object Object]

মন্তাজ একটি ফরাসি শব্দ যার অর্থ হল ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র নিয়ে একটি বৃহত্তর চিত্র ফুটিয়ে তোলা।

  • Local18
  • Last Updated :
  • Share this:

    রানাঘাট: মন্তাজের উপর ভিত্তি করে পালন করা হল রানাঘাট নাসরা উচ্চ বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছিল রানাঘাট নজরুল মঞ্চে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে মন্তাজ।

    মন্তাজ একটি ফরাসি শব্দ যার অর্থ হল ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র নিয়ে একটি বৃহত্তর চিত্র ফুটিয়ে তোলা। নাসরা উচ্চ বালিকা বিদ্যালয়ের যে সমস্ত কচিকাচারা আছে তাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মধ্যে দিয়েই তারা যে একটি বৃহত্তর জগতে যে পা রাখতে চলেছে তারই প্রতিরূপ হল মন্তাজ।

    আরও পড়ুন: অলঙ্কার বটিকা! চলুন নরম রোদে গয়না বড়ির অন্দরমহলে

    এই অনুষ্ঠান উদ্বোধন করলেন রানাঘাট পৌরসভার পৌরপিতা কোশলদেব বন্দ্যোপাধ্যায়, এছাড়াও তার সঙ্গে ছিলেন উপ পৌর প্রধান আনন্দ দে, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সরকার এ ছাড়াও ছিলেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করবী সরকার ও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকাগন।

    মন্তাজ অনুষ্ঠানে নাচ ও গানের একাধিক সাংস্কৃতিক কলাকুশল প্রদর্শন করল নাসরা উচ্চ বালিকা বিদ্যালয়ের একাধিক ছাত্রীরা। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ উপস্থিত সকল অতিথিবৃন্দরা।

    বিগত বেশ কয়েক বছর করোনা মহামারীর কারণে স্কুল কলেজ সমস্ত বন্ধ ছিল। সেই কারণে বহুদিন ধরেই ছাত্র ছাত্রীরা ঘরবন্দী ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে স্কুলের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

    মৈনাক দেবনাথ

    First published:

    Tags: Nadia news