নদিয়া: বর্তমানে বাংলায় পুলিশের পাশাপাশি কয়েক হাজার যুবক সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত রয়েছে। এঁদের কখনও দেখা যায় বিভিন্ন থানায়, আবার কখনও রাস্তায় ট্রাফিক সামলাতেও। কিংবা কখনও পুলিশের সঙ্গে তল্লাশি অভিযানেও সিভিক ভলেন্টিয়াররাও সাহায্য করেন। এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী পঞ্চায়েত ভোটের আগেই এই ঘোষণা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যে। সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি নিয়ে এদিন স্বরাষ্ট্র দফতর বিশেষ নির্দেশ দেন বলে সূত্রের খবর। বাংলার কয়েক হাজার যুবক বর্তমানে সিভিক ভলান্টিয়ার হিসেবে যুক্ত রয়েছে। সিভিক ভলেন্টিয়াররা ভাল কাজ করলে তাদের কনস্টেবল পদে পদোন্নতির ব্যবস্থা করা যায় কিনা তা দেখতে স্বরাষ্ট্র দফতরকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরেই রীতিমতো আশায় বুক বাঁধছেন জেলার সিভিক ভলেন্টিয়ারে কর্মরত যুবকরা। তারা জানায় সারা বছর ধরে পুজো পার্বণ অনুষ্ঠান এবং সাধারণ দিনেও নিজের কর্তব্য পালন করে চলেছে নিষ্ঠার সঙ্গে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে বহু সিভিক ভলেন্টিয়ার এর পরিবারের মুখে হাসি ফুটবে বলে তারা মনে করছেন।
তবে জানা যায় কারা এই পদোন্নতির জন্য গ্রহণযোগ্য হবে তা বিবেচনা করা হবে তাদের রিপোর্ট কার্ড অনুযায়ী। সেই রিপোর্ট কার্ড দেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। সূত্রের খবর বাছাই পর্বে রয়েছে বেশ কিছু শর্ত। নবান্নের এ দিনের আলোচনা অনুযায়ী এতদিন ধরে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার কে কেমন কাজ করেছে সেই কাজের ওপরেই করা হবে এই মূল্যায়ন। যেই থানায় এলাকায় যেই সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন সেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং এসডিপিও করবেন এই মূল্যায়ন। এছাড়াও যেই থানায় কনস্টেবল এর পদ শূন্য রয়েছে সেই থানাতেই পদোন্নতির পর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করার ভাবনা নবান্নের।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee