নদিয়া: অবশেষে স্বস্তির খবর নদিয়া জেলার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে নামলো বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী জেলারNadia Weather বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। অবশেষে বিকেল সাড়ে চারটে নাগাদ জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিপাতের ফলে গরমের থেকে কিছুটা হলেও রেহাই পায় সাধারণ মানুষ।
গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল, তবে আজ এই বৃষ্টিপাতের জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষেরা বলে এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- ফের কুমিরের আতঙ্ক ভাগীরথী নদীতে! 'এই' ভাবে রক্ষা পেলেন মৎস্যজীবীরাআবহাওয়া দফতর সূত্রে খবর অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই গোটা জেলা জুড়েই আকাশ ছিল মেঘলা। সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদই বিক্ষিপ্তভাবে জেলার বেশ কিছু জায়গায় বৃষ্টি নামে। যদিও এই বৃষ্টির পরিমাণ ছিল খুবই অল্প। কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা হলেও তাপমাত্রার হাত থেকে রেহাই পেয়েছেন সাধারণ।
আরও পড়ুন- বেড়া দেওয়া নিয়ে বিবাদ, শোধ নিতে জমির ফসল গবাদি পশু দিয়ে খাইয়ে দিল পাড়ার ক্লাব!উল্লেখ্য, এবছর আমের মুকুল জেলা জুড়ে অধিক পরিমাণে হলেও অত্যাধিক তাপমাত্রার কারণে অনেকাংশেই আমের মুকুল শুকিয়ে ঝরে যাচ্ছে বলে জানা যায়। আম চাষীদের কাছ থেকে। তবে এই বৃষ্টিপাতের জেরে চাষিদেরও কিছুটা সুবিধা হল বলেও মনে করা হচ্ছে। এছাড়াও স্থানীয় হাওয়া অফিস সূত্রে খবর অনুযায়ী সপ্তাহের শেষের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।