নবদ্বীপ: নিজের ট্রাক্টরই কেড়ে নিল মালিকের প্রাণ। এমনই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপে। জানা যায় কৃষি কাজ সেরে খালি ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথেই ট্রাক্টরটি উল্টে তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর জেরে শোকস্তব্ধ গোটা পরিবার। দেহ নিয়ে আসা হয়েছে নবদ্বীপ জেনারেল হাসপাতালে সেখান থেকে পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর।
নিজের জমি থেকে কৃষি কাজ সেরে খালি ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে গিয়ে চাঁপা পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা নাগাদ নবদ্বীপ থানার কালিনগর এলাকায়। মৃত যুবকের নাম দিব্যেন্দু কোলে (২৭) ওরফে অয়ন। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, নবদ্বীপ থানার মহিশুরা গ্রাম পঞ্চায়েতের সদগোপ পাড়ার বাসিন্দা দিব্যেন্দু কোলে এই দিন দুপুরে কালিনগরের ভাগীরথী নদী সংলগ্ন এলাকায় নিজের কৃষি জমিতে ট্রাক্টরের সাহায্যে মাটি কেটে উঁচু করার কাজ করছিলেন।
আরও পড়ুন: ভুট্টা ক্ষেতে ওটা কী? দিনের আলোয় আতঙ্ক! সামনে যেতেই বিপদ! জানুন
আরও পড়ুন:
জমির কাজ শেষ করে তার ট্রাক্টর চালক চলে যায়। এরপর খালি ট্রাক্টর নিয়ে বাড়িতে ফেরার পথে কোনোভাবে ট্রাক্টরটি উল্টে গিয়ে তার নিচে চাপা পড়ে যায় দিব্যেন্দু। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। দিব্যেন্দুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার সহ গোটা এলাকায়।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, Nadia news