হোম /খবর /নদিয়া /
বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গঙ্গায় ছাড়া হল আড়াই লক্ষ রুই, কাতলা, মৃগেল

Nadia News: বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গঙ্গায় ছাড়া হল আড়াই লক্ষ রুই, কাতলা, মৃগেল

X
বাস্তুতন্ত্রের [object Object]

Nadia News: গঙ্গাবক্ষে প্রায় আড়াই লক্ষ মাছের চারা বা মীন ছাড়া হল।ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থার উদ্যোগে আয়োজিত হল এই কাজ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

নবদ্বীপ: গঙ্গাবক্ষে প্রায় আড়াই লক্ষ মাছের চারা বা মীন ছাড়া হল।ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থার উদ্যোগে আয়োজিত হল এই কাজ। নমামী গঙ্গা প্রকল্পের অধীনে বৃহস্পতিবার সকালে নবদ্বীপ গ্রামীণ অঞ্চলের স্বরূপগঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গা দূষণের ফলে গঙ্গা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে গঙ্গার নিজস্ব মাছ রুই, কাতলা, মৃগেল-সহ বিভিন্ন মাছ।

আরও পড়ুনঃ BSNL-র কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে কৃষ্ণনগরের অফিসে বিক্ষোভ

কেন্দ্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বংশবৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়াতে, গঙ্গায় ডলফিন সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করতে এই কর্মসূচি নেওয়া হয়। তার সঙ্গে গঙ্গা দূষণ রোধ ও স্থানীয় মৎস্যজীবীদের জীবন জীবিকায় উৎসাহ দিতে এই আয়োজন । প্রতিবছরই এই সময় সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গঙ্গা দূষণের ফলে হারিয়ে যাচ্ছে গঙ্গার বিভিন্ন প্রজাতির মাছ। ধীরে ধীরে মাছ গঙ্গা থেকে বিলুপ্ত হওয়ার ফলে বাস্তুতন্ত্রের পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্যজীবীরা। তার কারণে গঙ্গার তীরবর্তী এলাকায় বহু মানুষ গঙ্গায় মাছ ধরে সেই মাছ বিক্রি করে তাঁদের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বর্তমানে ধীরে ধীরে মাছ গঙ্গা থেকে বিলুপ্তি হয়ে যাওয়ার ফলে তাদের জীবন সংকটে। সেই কারণেই মৎস্যজীবীদের কথা মাথায় রেখেই এবং গঙ্গার বাস্তুতন্ত্র পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের থেকে জানা যায়।

Mainak Debnath

Published by:Salmali Das
First published:

Tags: Nadia news