হোম /খবর /নদিয়া /
সততা আজও বেঁচে, বৃদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল টোটো চালক

Nadia News: সততা আজও বেঁচে, বৃদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল টোটো চালক

X
হারিয়ে [object Object]

বৃদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক টোটো চালক

  • Share this:

শান্তিপুর: এক বৃদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক টোটো চালক। জানা যায়, শান্তিপুর বিহারিয়া মঠপাড়ার বাসিন্দা মা কৃষ্ণা প্রামাণিক ও মেয়ে পম্পা প্রামাণিক ডাক্তার দেখাতে গিয়েছিলেন কলকাতায়। শিয়ালদহ থেকে শান্তিপুর আপ লোকাল ধরে রাত দশটা নাগাদ ফুলিয়া স্টেশনে নেমে টোটো ধরে বাড়ি ফেরেন।

রাতে খাওয়া-দাওয়ার পর মোবাইল চার্জে বসাতে গিয়ে লক্ষ্য করেন,   ফোনটি নেই। কিছু বুঝে উঠতে না পেরে কৃষ্ণাদেবী ছেলেকে বলেন। পুত্র বিপ্লব প্রামাণিক বেলঘড়িয়া দুই নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। তিনি যোগাযোগ করেন এলাকারই এক টোটো চালককে সঙ্গে। তখন সেই টোটো চালক ফুলিয়া এক নম্বর রেলগেটের টোটো স্ট্যান্ডে যোগাযোগ করলে জানতে পারেন, তাঁর মায়ের ফোনটি পাওয়া গিয়েছে।

সকালে সেই মোবাইল ফোনটি টোটো ইউনিয়নের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বিপ্লব প্রমাণিকের হাতে। বিপ্লববাবু যোগাযোগকারী টোটো চালক এবং মোবাইল ফেরত দেওয়া টোটো চালকের কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, অভাব থাকলেও ওঁদের সততা আছে। আগামীতে টোটো চালকদের পাশে দাঁড়াতে পারলে নিজেকে গর্বিত মনে করব। অন্যদিকে টোটোচালক বলেন ” যাত্রীরাই ভগবান। তাছাড়াও, অন্যের জিনিস নেওয়া ঠিক নয়। আমাদের প্রাপ্য শুধু পারিশ্রমিক।”

মৈনাক দেবনাথ

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Nadia