শান্তিপুর: আবারও ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাসের পেছনে সজোড়ে লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসে থাকা যাত্রীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৪ নং জাতীয় সড়কে ঘটেছে। জানা যায়, কলকাতা থেকে শিলিগুড়িগামী বাসটি যখন যাচ্ছিল সেই সময় দুটি লরি একে অপরকে টেক্কা দিয়ে চালাচ্ছিল, তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজরে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ সংস্কারের জন্য দু'দিন যান চলাচল বন্ধ পলাশিপাড়া সেতুতে
বাসটির পিছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং ভেঙে যায় বাসের বেশ কিছু অংশ। যদিও বাসের মধ্যে ছিল প্রচুর সংখ্যক যাত্রী, তবে দুর্ঘটনা হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় যাত্রীরা। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ খবর দেওয়া হয় পুলিশকে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা করে।
তবে ঘাতক লরি চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যদিও ৩৪ নং জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে যেমন কাজ চলছে তেমনই পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। স্থানীয়দের দাবি, যতদিন না পর্যন্ত সম্পূর্ণ রাস্তার কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজর রাখা উচিত, না হলে যতদিন যাবে ততই বাড়বে দুর্ঘটনা।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news