শান্তিপুর: ভিন রাজ্যের অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শান্তিপুরে। বেঙ্গালুরুর অভিজ্ঞ চিকিৎসকেরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রোগী দেখছেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সকাল থেকেই কয়েকশো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আগে বিশেষ অতিথিদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। প্রত্যেককেই উত্তরীয় ও পুষ্পস্তাবক দিয়ে সম্মান জানানো হয়। এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরটি আয়োজন করা হয় শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ড জনকল্যাণ বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। এই শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক-সহ অন্যান্য কঠিন রোগের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল থেকেই কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরাও তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন শিবিরে। সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি আয়োজন করে শান্তিপুর নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্নেহাশীষ দাস।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news