হোম /খবর /নদিয়া /
ছেলের হাতে মা খুন! সত্যিই কী তাই? নাকি রয়েছে অন্য চক্রান্ত! জানলে ভয় হবে

Nadia News: ছেলের হাতে মা খুন! সত্যিই কী তাই? নাকি রয়েছে অন্য চক্রান্ত! জানলে ভয় হবে

মাকে খুন করার অভিযোগে গ্রেফতার ছেলে

মাকে খুন করার অভিযোগে গ্রেফতার ছেলে

Nadia News: পলাতক ছিল ছেলে। বাড়ি ফিরেই দেখে মায়ের মৃত দেহ ঘরে পড়ে! তারপরেই ঘটল অবাক ঘটনা

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#নদিয়া: নবদ্বীপ সরকার পাড়া এলাকায় মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া যুবকের নাম জয় সাহা, বাড়ি নবদ্বীপ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া মোড়ে। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ অভিযুক্ত যুবককে সরকারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। শুক্রবার সকাল ১১ টা নাগাদ তাঁর বিরুদ্ধে খুনের ৩০২, ২০১ আইপিসি ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গতকাল বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ সরকার পাড়া মোড়ে সুপ্রিয়া সাহা নামে বছর ৫০ এক মহিলার পচা গলা দেহ উদ্ধার হয়। এরপর ৯:২৫ নাগাদ সুপ্রিয়া দেবীর জা সবিতা সাহা নবদ্বীপ রাম সীতাপাড়ার বাসিন্দা নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করতেই নবদ্বীপ থানার পুলিশ তদন্তে নামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়,সহবাসের মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নবদ্বীপ আদালতে আসেন অভিযুক্ত যুবক জয় সাহা। নিম্ন আদালত তাকে জামিন দিতেই বিকেল আনুমানিক ৪ টে নাগাদ সরকার পাড়া মোড়ের বাড়িতে তালা ভেঙে ঘরে ঢুকে অভিযুক্ত জয় সাহা দেখেন মায়ের দেহটি ঘরের মেঝেতে পড়ে রয়েছে। অভিযুক্ত জয় সাহার কথায় বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানালে, প্রায় কুড়ি মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ সুপ্রিয়া সাহা (৫০) নামক ওই মহিলার দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানতে পারা যায়, অভিযুক্ত যুবক জয় সাহা একটি সহবাসের মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন। ওই মামলায় অপর অভিযুক্ত ছিলেন মৃত মহিলা। মৃত সুপ্রিয়া সাহার আইনজীবী বিকাশ মণ্ডল জানান, আমার মক্কেল সহবাসের মামলায় জামিন পেলেও জয় সাহা দীর্ঘদিন পলাতক ছিলেন। গত সোমবার হাইকোর্টে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে সশরীরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

অভিযুক্তের আইনজীবী জানান পুলিশ তদন্তের স্বার্থেই মৃতার ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্যই নিজেদের হেফাজতে রেখেছেন। আমরা চাই প্রকৃতভাবে তদন্তটা হোক। আইনজীবী ও জানান অভিযুক্ত ছেলের সম্পর্কে কাকিমা সবিতা সাহা তার নামে ৩০২ ধারায় মামলা রুজু করেছেন। তার ধারণা এই ঘটনার সাথে ধৃত ওই ব্যক্তি এবং আরও অনেকে যুক্ত রয়েছেন।

তিনি আরও জানান,গত ১৯ সেপ্টেম্বর মৃত সুপ্রিয়া দেবীর জা সবিতা সাহা নবদ্বীপ থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। নিখোঁজ ডায়েরি করা হলেও সুপ্রিয়া দেবীর কোনও রকম খোঁজ চালায়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় তালা বন্ধ বাড়ি থেকে সুপ্রিয়া দেবীর দেহ উদ্ধার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ মৃত সুপ্রিয়া দেবীর একমাত্র ছেলে জয় সাহার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ তুলে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুপ্রিয়া দেবীর জা সবিতা সাহা। শুক্রবার অভিযুক্তকে নবদ্বীপ আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজত চাইলে বিচারক সাতদিনের আবেদন মঞ্জুর করেন। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা নবদ্বীপ জুড়ে।Mainak Debnath

Published by:Piya Banerjee
First published:

Tags: Crime, Nadia, Nadia news