হোম /খবর /নদিয়া /
ভুল করে বাংলাদেশে পা! ১৫ মাস জেলে থেকে অবশেষে ভারতে ফিরলেন নদিয়ার বাসিন্দা

Nadia News: ভুল করে বাংলাদেশে পা! ১৫ মাস জেলে থেকে অবশেষে ভারতে ফিরলেন নদিয়ার বাসিন্দা

X
বাংলাদেশ [object Object]

Nadia News: নদিয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশের বিজিবির হাতে গ্রেফতার হয় এক ব্যক্তি।

  • Share this:

গেদে: বাংলাদেশের জেল থেকে মুক্তি পেল এক ভারতীয়। নদিয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশের বিজিবির হাতে গ্রেফতার হয় এক ব্যক্তি। বাংলাদেশ থেকে জেল খেটে দীর্ঘ ১৫ মাস পর নিজের দেশ ভারতের মাটিতে ফিরে আসেন তিনি।

জানা গেছে, নদিয়ার চাপড়া থানার ব্রহ্মনগর এলাকার বাসিন্দা নাসির শেখ পেশায় একজন শ্রমিক। ১৫ মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ব্রহ্মনগর আনন্দবাস এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বিজিবির হাতে গ্রেফতার হয়। এরপর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশ এলাকার স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় । বাংলাদেশ পুলিশ প্রশাসন মারফত বাংলাদেশের আদালতে পেশ করা হয়।

 

সীমান্ত পার করার অপরাধের অভিযোগে আদালত তাঁকে দুই মাস জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর ভারত সরকারের উদ্যোগে দীর্ঘ ১৫ মাস পর বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর শনিবার ফিরল গেদে সীমান্ত দিয়ে ভারতের মাটিতে প্রবেশ করে।

আরও পড়ুন, ভয় বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা! কবে থেকে শুরু হবে এর দাপট, কোথায় কোথায় সতর্কতা

আরও পড়ুন, শুধু গরুপাচারই নয়, অনুব্রতর বিপুল সম্পত্তির ‘রহস্যফাঁস’! বিস্ফোরক দাবি করল ED

ভারত ও বাংলাদেশের দুই দেশের বিএসএফ ও বিজেপি সহ দুই দেশের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ভারতে ফেরত আসেন তিনি। দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান নাসির বাবু।

Mainak Debnath

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Nadia