হোম /খবর /নদিয়া /
২৫৯ বছরে শিবনিবাসের মেলা, রামসীতার পুজোয় অটুট থাকে সিঁথির সিঁদুর

Nadia News: রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে চলে আসছে কৃষ্ণগঞ্জ শিবনিবাসের মেলা

X
শিবনিবাস [object Object]

রাজা কৃষ্ণচন্দ্র, বর্গীদের ভয়ে কৃষ্ণগঞ্জে আশ্রয় নেন। সেই সময়ই রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাস মন্দির এবং মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন

  • Share this:

    কৃষ্ণগঞ্জ: নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরেই বহু দূর দূরান্ত থেকে ভক্তের দল আসে এখানে পুজো দিতে। বিশেষত শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় এখানে। বিগত দুবছর করোনা মহামারীর কারণে বিশেষ সমাগম দেখা যায়নি মন্দির চত্বরে। তবে প্রতিবছর একটি মেলার আয়োজন করা হয় শিবনিবাস মন্দিরে। ভক্তরা বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে এখানে।

    শিব নিবাস মন্দিরের পুরোহিতের থেকে জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্র, বর্গীদের ভয়ে কৃষ্ণগঞ্জে আশ্রয় নেন। সেই সময়ই রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাস মন্দির এবং মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারই নেতৃত্বে আয়োজিত হয় এই মেলা। এই মেলা শিবরাত্রি পর্যন্ত চলবে বলে জানা যায়।

    এবার শিবনিবাস এর মেলা পদার্পণ করলো ২৫৯ তম বছরে। মন্দিরের পুরোহিত জানান, এই মেলার বিশেষত্ব, সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম সীতার কাছে অর্ঘ্য নিবেদন করবেন। সধবা মহিলারা প্রার্থনা করবেন তারা যাতে বহু বছর ধরে সধবা হয়েই থাকেন, বিধবারা প্রার্থনা করবেন তারা যাতে আগামী জন্মে অতি তাড়াতাড়ি বিধবা না হন।

    আরও পড়ুন : Jalpaiguri News: ভরসা সেই বাঁশের সাঁকো! চরম ভোগান্তি গ্রামবাসীদের, কবে হবে সেতু! 

    আরও পড়ুন : West Burdwan News: স্বপ্নাদেশ পেয়ে অকালে শুরু হয়েছিল সিদ্ধিদাতার বন্দনা, সঙ্গে আসেন শিব দুর্গাও

    এই মেলার অন্য একটি বৈশিষ্ট্য হল খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে। ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই নিয়ে বাড়ি যান। স্বাভাবিকভাবেই এ বছরও রাজা কৃষ্ণ চন্দ্রের আমলে শুরু হওয়া এই মেলা ফুলে ফেঁপে উঠেছে ভক্তদের আগমনে।

    Mainak Debnath

    First published:

    Tags: Nadia news