নবদ্বীপ: দোলযাত্রা উপলক্ষে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এসে মনিপুর রোডে ক্ষিপ্ত কুকুরের কামড়ে আহত মহিলা সহ ১২ জন বৈষ্ণবভক্ত। ঘটনাটি ঘটেছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নবদ্বীপ থানার মনিপুর রোডের দেবানন্দ গৌড়ীয় মঠের কাছে। ঘটনায় মহিলা সহ জখম ১২ জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দিপালী ঘোষ নামক এক মহিলাকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা।
আরও পড়ুনঃ নাকা চেকিং ভাঙতেই তাড়া করে লরি থামায় পুলিশ, ভিতরে উঁকি দিতেই চোখ কপালে, হরিণঘাটায় চাঞ্চল্যকর কাণ্ড!
এই ঘটনায় তীর্থ নগরী নবদ্বীপে উৎসবমুখর দিনে আতঙ্কের সৃষ্টি হয়। জানা যায়, এদিন সকালে নদিয়ার পার্শ্ববর্তী নাদন ঘাট থানার হেমায়েতপুর গৌড়ীয় মঠ থেকে কয়েকশো বৈষ্ণব ভক্ত নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যোগদান করেন। মণিপুর রোড দেবানন্দ গৌড়ীয় মঠের কাছে এলে চার পাঁচটি কুকুর ক্ষিপ্ত হয়ে ওই পরিক্রমাযর বৈষ্ণবভক্তদের কামড়ে দেয় ।
আরও পড়ুনঃ অ্যাডিনোভাইরাসের শিকার ৮ থেকে ৮০! হাসপাতালে উপচে পড়ছে রোগীদের ভিড়, ভয়াবহ পরিস্থিতি
উল্লেখ্য, দোল পূর্ণিমার আগেই হাজার হাজার দেশি এবং বিদেশি ভক্তদের ভিড় লেগে থাকে মায়াপুরের ইসকন মন্দিরে। শুধু ইস্কন মন্দিরই নয় মায়াপুর এবং নবদ্বীপের ছোট বড় সমস্ত মন্দিরেই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকেই। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও একই চিত্র ধরা পড়ল নদিয়ায়।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।