নদিয়া: বসন্ত রাগের মধ্যে দিয়েই বসন্ত রাগিনী উৎসব পালন নদিয়ার কৃষ্ণগঞ্জে। নদিয়ার কৃষ্ণগঞ্জ স্থানীয় একটি নৃত্যকলা কেন্দ্র এবং কৃষ্ণগঞ্জের স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এই বসন্ত রাগিনী উৎসবের আয়োজন করা হল। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় দোল উৎসব।
এই দোল উৎসবে প্রাণকেন্দ্র থাকেন রাধা এবং কৃষ্ণ। তাঁদেরকে দোলনায় বসিয়ে পূজা করা হয় এই উৎসবে। হাজার হাজার রাধা কৃষ্ণ ভক্তরা এদিন রং ও আবির খেলায় মেতে ওঠেন। তবে এই রং ও আবির খেলা এখন শুধু দোল পূর্ণিমার দিনেই সীমাবদ্ধ নয়। দোল পূর্ণিমার বেশ কিছুদিন আগে থেকেই আপামর দেশবাসী মেতে ওঠে রং খেলায়। ঠিক তেমনি একটি নিদর্শন দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জে।
আরও পড়ুন: দোলে নবদ্বীপে পরিক্রমায় এসে কুকুরের কামড়ে আক্রান্ত ভক্তরা, আতঙ্ক এলাকায়
কৃষ্ণগঞ্জের একটি নৃত্য কলা কেন্দ্র এবং স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজন করা হল বসন্ত রাগিনী উৎসবের। নৃত্যকলা কেন্দ্রের অসংখ্য ছোট বড় ছাত্র-ছাত্রীরা মিলে নাচ ও গানের মধ্যে দিয়ে মেতে ওঠে বসন্ত উৎসবে। এই বসন্ত উৎসবের উদ্যোক্তা জানান, এ বছর তাদের এই বসন্ত উৎসব চার বছরে পদার্পণ করল। ভবিষ্যতেও এই বসন্ত উৎসব মহাসমারহে পালন করে যাওয়ার ইচ্ছে রয়েছে তাদের।
আরও পড়ুন: রঙ্গোলি এঁকে প্রথম হলেন কৃষ্ণনগরের সৌরাজ
উল্লেখ্য, দোল পূর্ণিমার বেশ কয়েকদিন আগে থেকেই জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসবের আয়োজন। মন্দির নগরী নবদ্বীপ এবং মায়াপুরে ইতিমধ্যেই দেশ-বিদেশের অসংখ্য ভক্তরা এসে উপস্থিত হয়েছেন দোল পূর্ণিমা উপলক্ষে। বসন্ত উৎসবের রঙিন আবহে মেতে উঠেছে গোটা জেলাবাসী।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holi 2023, Nadia news