মৈনাক দেবনাথ, নদিয়া: জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি আরও একবার প্রমাণ করলেন কৃষ্ণগঞ্জের গৃহবধূ তথা সমাজকর্মী পাপিয়া কর। প্রায় ৫০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের বরণ করে তাদের আহার করিয়ে সেবা করলেন তিনি। তার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁর পরিবারের সকলেই। গৃহবধূ পাপিয়া করের নাম এখন নদিয়া জেলার বাইরেও অনেকেই জানেন।
গরিব দুঃস্থ মানুষদের জন্য তিনিই বাবা, তিনিই মা। দুঃস্থ ছেলেমেয়েদের পড়াশোনা করানো রাস্তার ভবঘুরে কিংবা গরিব মানুষদের প্রত্যেকদিন আহার করানো থেকে শুরু করে তাদের বস্ত্র বিতরণ ইত্যাদি একাধিক সমাজসেবামূলক কাজ তিনি সারা বছর ধরে করে থাকেন।
ঠিক তেমনই সারা বছরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করে থাকেন প্রতি বছর। বছরের একটি দিনে তিনি বাড়ির পুজো সারার পর বেশ কয়েকজন দুঃস্থ মানুষকে বরণ করে তাঁদের আহার করিয়ে সেবা করেন প্রত্যেক বছর।
পাপিয়া কর আমাদের বলেন, " ২৩ বছর বিয়ে হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে প্রত্যেক বছরেই আমি এই কাজ করে থাকি। আমার স্বামী অত্যন্ত সহযোগিতা করেন আমার এই কাজে। আজকের দিনে আমি একটি লক্ষ্মীর ভাঁড় স্থাপন করি। সারা বছর ধরে কিছু কিছু করে পয়সা তাতে জমাতে থাকি। এরপর পরবর্তী সময় সেই লক্ষ্মীর ভাঁড় ভেঙে সেই সঞ্চিত অর্থ দিয়েই এই আয়োজন করে থাকি।"
নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার বাসিন্দা পাপিয়া কর তার এই কাজের সুবাদে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন সকলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।