নদিয়া: নবদ্বীপ স্টেশনকে অমৃত ভারত স্টেশনের অন্তর্ভুক্ত করার আগে স্টেশন পরিদর্শনে এলেন হাওড়া ডিভিশনের ডিআরএম মনিশ জৈন। জানা যায়, ভারত সরকার এবং রেল মন্ত্রকের উদ্যোগে গোটা দেশ জুড়ে অসংখ্য স্টেশনকে অমৃত ভারত স্টেশনে পরিবর্তন করা হচ্ছে। স্টেশনগুলি সম্পূর্ণ মডেল স্টেশন রূপেই পরিণত হতে পারে, এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। হাওড়া ডিভিশনের প্রায় ১৫ টি স্টেশনকে অমৃত ভারত স্টেশনের অন্তর্ভুক্ত করা হবে। সেই তালিকায় নাম রয়েছে নবদ্বীপ ধাম স্টেশনেরও।
মন্দির নগরী নবদ্বীপ শ্রীচৈতন্যদেবের জন্মভূমি। পাশেই রয়েছে মায়াপুর ইসকন মন্দির, যেখানে তৈরি হতে চলেছে এশিয়ার সর্ববৃহৎ মন্দির। যা আগামী কয়েক বছরের মধ্যেই উদ্বোধন হতে চলেছে। সারা বছর ধরেই অসংখ্য মানুষ আসেন নবদ্বীপে। সেই কারণেই বছরের বেশিরভাগ দিন নবদ্বীপ ধাম স্টেশনের উপর যাত্রীদের চাপ থাকে অত্যন্ত বেশি। তবে আর কিছুদিনের মধ্যেই সেই চিত্র বদলানোর সম্ভাবনা রয়েছে। নবদ্বীপ স্টেশনকে অমৃত ভারত স্টেশনে অন্তর্ভুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে।
এ দিন হাওড়া ডিভিশনের ডিআরএম মনিশ জৈন নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শনে আসেন। নবদ্বীপ ধাম স্টেশন পরিদর্শন করে তিনি জানান, আগামী দিনে এটিকে সম্পূর্ণরূপে অমৃত ভারত স্টেশনের রূপ দেওয়া হবে। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন চত্বর, একাধিক সিসিটিভি ক্যামেরা, চলমান সিঁড়ি, স্টেশনের সমস্ত জায়গায় ডাস্টবিন, এ ছাড়াও স্টেশনের বিভিন্ন দেওয়ালে রংবেরঙের চিত্রকলা, ফুড স্টল ইত্যাদি ইতিমধ্যেই দেখা যায় নবদ্বীপ ধাম স্টেশনে।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের টাকায় দুর্নীতি, হাই কোর্টের বিরাট নির্দেশ! আরও এক ‘বিপর্যয়ের’ ইঙ্গিত
আরও পড়ুন: এক হাতের লেখাতেই লুকিয়ে বিরাট রহস্য! নিয়োগ দুর্নীতিতে সিবিআই যা পেল, আঁতকে ওঠার মতো
এ ছাড়াও একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। ১২ মিটার চওড়া একটি নতুন ফুট ওভারব্রিজ তৈরি করা হবে নবদ্বীপ ধাম স্টেশনে। বিশেষত উৎসবের দিনগুলিতে যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। যাত্রীদের চলাচলের জন্য স্টেশন চত্বর করা হবে চওড়া, থাকবে স্টেশন সংলগ্ন পার্কিং এরিয়া, বাস দাঁড়ানোর জন্য এবং যাত্রী বাসে ওঠানামা করার জন্য থাকবে নির্দিষ্ট জায়গা। এছাড়াও অপর প্রান্তের প্ল্যাটফর্মগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, টিকিট কাউন্টার ইত্যাদি চালু করার পরিকল্পনা রয়েছে রেলের পক্ষ থেকে।
সুতরাং বলা যেতে পারে নবদ্বীপ ধাম স্টেশন কে খুব শীঘ্রই একটি ভবিষ্যতের মডেল স্টেশন হিসেবে দেখা যেতে পারে। তার ফলে সুবিধা পাবেন লক্ষ লক্ষ যাত্রী।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, Nadia news