#নদিয়া: আজ ১২ মে, গোটা বিশ্বজুড়ে পালন করা হচ্ছে বিশ্ব নার্স দিবস। অসুস্থ হলেই, হাসপাতালে ডাক্তারদের পাশাপাশি ভরসা এই নার্সরা। অতি স্নেহ-মমতার সাথে তাঁরা রোগীদের সেবা শুশ্রূষা করে সারিয়ে তোলেন। সেই নারীদের সম্মান জানানোর জন্যই ১২ মে পালন করা হয় বিশ্ব নার্স দিবস। নার্সরা সারা বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে থাকেন রোগীদের সেবা-শুশ্রূষা করার জন্য, সেই কারণেই ১২ মে তাঁদেরকে সম্মান জানানোর জন্য পালন করা হয় বিশ্ব নার্স দিবস।
এছাড়াও আরও একটি কারণ হল, আজ আধুনিক নার্সিং-এর রূপকার ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিকী। সেই কারণে বিশ্বের সমস্ত নার্সকে শ্রদ্ধা জানাতে পালন করা হয় আজকের দিনটি, বিশ্ব নার্স দিবস হিসেবে। জানা যায়, আজকের এই দিনটি বিশ্ব নার্স দিবস হিসেবে নির্বাচিত করেছিল 'আন্তর্জাতিক নার্স কাউন্সিল'। কিংবদন্তি ব্রিটিশ নার্স ফ্লোরেন্স নাইটেঙ্গেল, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন মানুষকে সেবা-শুশ্রূষা করার জন্য, এই বিশেষ দিনের অনুপ্রেরণা তিনিই। সেই কারণে শান্তিপুর হাসপাতালে নার্সদের শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছে গিয়েছিলেন শান্তিপুরের বেশকিছু বাসিন্দা। হাসপাতালে সেবিকাদের উত্তরীয় দিয়ে প্রথমে সম্মান জানান তারা। এরপর কেক কেটে পালন করা হল এই বিশেষ দিনটি।
মাদার টেরেসা, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ইত্যাদি বিখ্যাত মহীয়সী নারীদের স্মরণ করে তাঁদের ফটোর সামনে মোমবাতি ও মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে আরও একবার নিজেদের কাজে অঙ্গীকারবদ্ধ হতে দেখা গেল শান্তিপুরের একাধিক নার্সদের। এবং তাঁরা শপথ নিলেন তাদের কাজ দায়িত্বের সাথে পালন করার। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডক্টর বর্মন শুভেচ্ছা বার্তা দেন সকল নার্সদের।
Mainak Debnathনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।