হোম /খবর /নদিয়া /
হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে উচ্চারিত হল শ্রীমদ্ভগবত গীতা

Nadia News: হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে উচ্চারিত শ্রীমদ্ভগবত গীতা

X
Nadia [object Object]

বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন ৩০০০ লোকের সমাগমে গীতা পাঠের আসর শুরু করল

  • Share this:

ভীমপুর: বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন ৩০০০ লোকের সমাগমে গীতা পাঠের আসর শুরু করল। এদিন তাদের ২০০০ লোকের গীতা পাঠ করার কথা ছিল কিন্তু তা দাঁড়িয়েছে ৩০০০ এর উপরে। বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠনের উদ্যোগে ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর স্বামীজি বিদ্যাপীঠের মাঠ প্রাঙ্গণে শুরু হয় এই গীতা পাঠের আসর। এই মাঠটিতে এক কথায় বলা হয় লালন মেলার মাঠ।

এই মাঠেই দীর্ঘদিন ধরেই লালন মেলা হয়ে আসছে এবং এই মাঠটিকেই বেছে নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীবৃন্দ। তারা একত্রিত করেছে ইসকন ' গৌড়ীয় মঠ ও আরও একাধিক সংগঠনের গুণীজনদের। সবার মধ্যে গীতা পাঠের মাহাত্ম্য ছড়িয়ে দিতে এদিনের এই মহা আয়োজন। মূলত গীতার বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গীতার বাণীর সম্বন্ধে অবগত করার জন্যই বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠনের এই উদ্যোগ বলে জানাচ্ছেন তারা।

আরও পড়ুন: Lucky Zodiac Signs: চার রাশির মানুষেরা পৃথিবীর সব সুখ-ধনদৌলত-সোনাদানা পান, ঈশ্বর উজাড় করে দু'হাত ভরে দেন

আরও পড়ুন: Crime News: ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করল সৎ মা, মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা

হাজার হাজার ভক্তের সমবেত কণ্ঠে এদিন গীতা পাঠের উচ্চারণ শুনে সকলেই খুশি। সাধারণ মানুষেরা চাইছেন ভবিষ্যতেও এরকম আয়োজন করা হোক, যার ফলে গীতার বাণী ছড়িয়ে পড়বে সারা বিশ্বের সমস্ত প্রান্তে।

Mainak Debnath

Published by:Arjun Neogi
First published:

Tags: Nadia news