শান্তিপুর: বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে উধাও গৃহবধূ। গৃহবধূকে ফিরে পাওয়ার আশায় থানার দ্বারস্থ স্বামী। নদিয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের ২৩ বছর বয়সী জয়িতা দেবনাথের সঙ্গে বিবাহ হয় পূর্বস্থলী থানা এলাকার পারুলিয়া এলাকার লক্ষণ দেবনাথের। যদিও দু'জনেই এর আগে বিবাহিত ছিলেন, পরবর্তীতে আগের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ায় দেখাশোনা করে বিয়ে হয় দু'জনের। জয়িতা দেবনাথ আগের পক্ষের একটি পাঁচ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।
স্বামী লক্ষণ দেবনাথের দাবি, জয়িতার আগের পক্ষের পুত্রসন্তানকে নিয়ে বর্তমানে সংসার করছিলেন। তিনি কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। কয়েকদিন আগে গৃহবধূ জয়িতা দেবনাথ বাপের বাড়িতে বেড়াতে আসেন। গত মঙ্গলবার সকাল আটটা নাগাদ হঠাৎই শ্বশুরবাড়িতে ফিরে যাবেন বলে পুত্র সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন জয়িতা।শ্বশুরবাড়িতে না ফেরায় জয়িতার বাবা যোগাযোগ করেন তাঁর স্বামী লক্ষণ দেবনাথের সঙ্গে। লক্ষণ দেবনাথ জানান, জয়িতা তাঁর কাছে ফিরে যাননি। এর পরেই তিনি ছুটে আসে শান্তিপুরের শ্বশুরবাড়িতে।
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গৃহবধূ জয়িতাকে হন্যে হয়ে খোঁজেন স্বামী ও জয়িতার বাবা। অবশেষে গৃহবধূর কোনও রকম সন্ধান না পাওয়ায় তাঁরা শান্তিপুর থানার বাপেরবাড়ি বেড়াতে এসে উধাও গৃহবধূ, খুঁজে না পেয়ে থানার দ্বারস্থ হন। এ ছাড়াও একটি নিখোঁজের ডায়েরি করা হয়। যদিও স্বামী লক্ষণ দেবনাথ জানান, বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকতেন তাঁর স্ত্রী, তবে অন্য কোথাও কোনও সম্পর্কে জড়িয়েছিলেন কি না, তা কখনও জানার চেষ্টা করেননি তিনি।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে এবার বড় ঘটনার পূর্বাভাস! Google-কে চিঠি দিল সিবিআই! তুমুল চাঞ্চল্য
আরও পড়ুন: দুটি মেইল আইডি থেকেই চাকরি কনফার্ম, কারা করেছিল? টেট দুর্নীতিতে বিরাট রহস্য ফাঁস
তবে বাপের বাড়িতে বেড়াতে এসে যে, তাঁর স্ত্রী নিয়ে উধাও হয়ে যাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি স্বামী। এখন স্বামী লক্ষ্মণ দেবনাথ পুলিশের দ্বারস্থ হয়ে একটাই স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি করেন। না হলে গোটা সংসার ভেসে যাবে। গৃহবধূ জয়িতা দেবনাথের নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, Nadia news