কৃষ্ণগঞ্জ: মানবিকতার নজির গড়লেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া রথতলার বাসিন্দা এক গৃহবধূ আল্পনা সিংহ। দীর্ঘদিন ধরে মাজদিয়া হাইস্কুলের সামনে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক যুবতী শারীরিক সমস্যায় চিৎকার চেঁচামেচি করছিলেন। পথ চলতি মানুষেরা ফিরেও তাকাননি এই অসহায় যুবতীর দিকে। অনেকে লক্ষ্য করেও বেরিয়ে যায় পাশ কাটিয়ে। কিন্তু কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তবে মুখ ফিরিয়ে থাকতে পারেননি গৃহবধূ। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার চিৎকার তাঁকে বেদনা দেয়। এবং এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
আলপনা সিংহ জানান, ওই মানসিক ভারসাম্যহীন যুবতীর শরীরে একাধিক ঘা এবং রোগজীবাণু বাসা বেঁধেছিল। এর পরেই তিনি নিজে এবং পাড়ার বেশ কয়েকজন যুবকদের সঙ্গে নিয়ে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ওই যুবতীকে নিয়ে যান চিকিৎসার জন্য। এখানেই থামেননি তিনি। এর পর ওই যুবতীকে নিয়ে চলে যান কল্যাণীর জেএনএম হাসপাতালে। হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে তাকে পরিচয়হীন বলে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। যদিও এরপরেও হাল ছাড়েনি আলপনা দেবী। এর পর ওই মহিলাকে তিনি চিকিৎসার জন্য নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা করিয়ে এনে ওই মহিলাকে নিয়ে আসেন নিজের বাড়িতে।
আরও পড়ুন: প্রবল ঝড়ে লন্ডভন্ড সব! ধ্বংস হল শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কত দরিদ্রের ঘর
এরপরে প্রত্যেক দিন মানসিক ভারসাম ওই মহিলাকে আলপনা দেবী একটু একটু করে সুস্থ করে তোলেন সঠিক পরিচর্যা ও নিয়মিত হাসপাতালে গিয়ে ড্রেসিং করানোর মাধ্যমে। আলপনা দেবী জানান, ওই তরুণী তার নাম পরিচয় বলতে না পারায় তাকে তার সঠিক ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তিনি চান মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিতে। গৃহবধূর এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাড়া-প্রতিবেশী সকলেই।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia, Nadia news