#কৃষ্ণনগর : জগদ্ধাত্রী পুজোর কাহিনী কৃষ্ণনগরের সাথে জড়িয়ে রয়েছে অতপ্রতভাবে। রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে করে আসা হয়ে আসছে এই পুজো। রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগর এবং হুগলী জেলার চন্দননগরেই সাধারণত জগদ্ধাত্রী পুজো করা হয়। তবে বর্তমানে প্রায় সমস্ত জেলাতেই ছোট, বড় আকারে জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে। সাধারণত চন্দননগরের চার দিনব্যাপী জগদ্ধাত্রী পুজো হলেও কৃষ্ণনগরে করা হয়ে থাকে একদিনই। তবে ব্যতিক্রম নুড়িপাড়া বারোয়ারীর চারদিনি মা।
প্রায় ১৩০ বছর ধরে পুজো করে আসছে নুড়িপাড়া বারোয়ারি। এই বারোয়ারির বিশেষত্ব হল চন্দননগরের মতোই চার দিনব্যাপী পূজো করা হয়ে থাকে নুড়িপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমাকে। সেই কারণেই মায়ের নাম চারদিনি মা। রবিবার মায়ের পুজো শুরু হওয়ার পরে এই পুজো চলবে নবমী অর্থাৎ বুধবার পর্যন্ত। এবং বৃহস্পতিবার ঘট বিসর্জন এবং প্রতিমা নিরঞ্জন করা হবে মায়ের বলে জানা যায় পুজো কমিটির পক্ষ থেকে।
আরও পড়ুনঃ প্রবীণ ব্যবসায়ীকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে
শনিবার নুড়িপাড়া বারোয়ারির চারদিনি মায়ের পুজোর শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর শংকর মিশনের স্বামীজি মহারাজ। নুড়িপাড়া বারোয়ারির পুজো উদ্যোক্তা প্রশান্ত সিংহ জানান, গোটা কৃষ্ণনগরে এটি একটি ব্যতিক্রমী পুজো। জগদ্ধাত্রী পূজা কৃষ্ণনগরে নবমীর দিন অর্থাৎ একদিন হলেও এই পুজো আমরা করি চার দিনব্যাপী। আমরা বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা। সেই কারণে এই পুজোর উদ্বোধন আমরা করি শংকর মিশনের মহারাজকে দিয়ে।"
আরও পড়ুনঃ কালীপুজোয় গন্ডগোলের জেরে মারধরের অভিযোগ গৃহবধুর
পুজোর চার দিনব্যাপী একাধিক কর্মসূচি ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন নুড়িপাড়া বারোয়ারি পূজো কমিটি। এছাড়াও নবমীর পুজোর দিনে বারোয়ারিতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা প্রতিবছরই থাকে বলে জানা যায়। সুতরাং বলা যেতে পারে করোনা মহামারী কাটিয়ে দীর্ঘ দুই বছর পর আবারো জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন কৃষ্ণনগরবাসীরা।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagadhatri Puja 2022, Krishnanagar, Nadia