#নদিয়া: নদিয়া জেলার অত্যন্ত জনবহুল এবং জনপ্রিয় একটি ঘাটের নাম স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাট (Nadia News)। প্রতিদিন বহু মানুষ পারাপার করেন এই জলপথের মাধ্যমে। দেশ-বিদেশের বিভিন্ন যাত্রীরা আসেন তীর্থ নগরী নবদ্বীপ মায়াপুর দর্শন করতে। তাদেরও এই জলপথের মাধ্যমেই পারাপার করতে হয়। প্রতিদিন ভোর বেলা থেকেই শুরু হয়ে যায় ফুল বিক্রেতা থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ীদের নদী পারাপার। মাছ বিক্রেতারা স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপের মাছের আড়তে গিয়ে মাছ কিনে আনেন। তখন তাদের এই জলপথ দিয়েই পারাপার করতে হয়। এছাড়াও অফিস টাইমে প্রতিদিন অসংখ্য অফিস কর্মীরা এই জলপথ পারাপার করেন।
প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই ফেরিঘাটে যাতায়াত করে। যার ফলে অসংখ্য নৌকা থেকে শুরু করে ফেরিঘাটের অসংখ্য কর্মী নিয়োগ করা থাকে সবসময়। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়েও এতদিন পর্যন্ত খুবই সামান্য টাকাই ফেরিঘাট পারাপারের জন্য ধার্য করা ছিল। সূত্র মারফত জানা যায়, যার ফলে কিছুটা লোকসানের মুখে পড়তে হয় ফেরিঘাট কর্তৃপক্ষদের। তাই কিছুদিন আগেই দুটি ফেরিঘাটের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফেরিঘাট কর্তৃপক্ষ। যদিও স্বরূপগঞ্জ থেকে মায়াপুর যাওয়ার জন্য স্বরূপগঞ্জ হুলোর ঘাটের ভাড়া বাড়ানো হয়েছে কিনা, তা উল্লেখ করা হয়নি ফেরিঘাট কতৃপক্ষের তরফ থেকে (Nadia News)। ফেরিঘাটের ভাড়া বাড়ানোর ফলে মাঝি থেকে শুরু করে অসংখ্য ফেরিঘাটের কর্মীরা লাভবান হবে বলেই জানা যায়।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ferry service, Mayapur, Nabadwip, Nadia