হোম /খবর /নদিয়া /
ভয়ানক! মড়মড় করে ভাঙছে ব্রিজ, নদীতে যাত্রী-সহ পড়ল আস্ত গাড়ি, তারপর

Car Accident: ভয়ানক! মড়মড় করে ভাঙছে ব্রিজ, নদীতে যাত্রী-সহ পড়ল আস্ত গাড়ি, তারপর

X
চূর্ণী [object Object]

Car Accident: শিবনিবাস মন্দির থেকে কৃষ্ণনগর যাওয়ার ব্রিজ থাকলেও নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে পারাপার করার চেষ্টা করে তিন ব্যক্তি

  • Share this:

কৃষ্ণগঞ্জ: তিন মদ্যপ পুন্যার্থীর তাণ্ডবে বাঁশের সাঁকো ভেঙে চূর্ণী নদীতে পড়ল চার চাকা গাড়ি। বিপর্যস্ত নদী পারাপার। বাঁশের ব্রিজ ভেঙে চূর্ণি নদীতে তলিয়ে গেল চার চাকা গাড়ি। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার এলাকার শিব নিবাস মন্দির ঘাটে।

সূত্রের খবর, তিন মদ্যপ ব্যক্তি শিবনিবাস মন্দির থেকে কৃষ্ণনগর যাওয়ার ব্রিজ থাকলেও নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে পারাপার করার চেষ্টা করেন তাঁরা। স্থানীয় ঘাট মালিক বাধা দেওয়ার চেষ্টা করলেও, সে বাধাকে তোয়াক্কা না করে নদীর মাঝখানে যেতেই হুর মুড়িয়ে ব্রিজ ভেঙে চার চাকা চার চাকা গাড়ি উল্টে গেল চূর্ণী নদীতে।

 

বাঁশের দুর্বল ব্রিজ ভাঙার শব্দে ছুটে আসে নদীর তীরের বাসিন্দারা। ততক্ষণে চূর্ণী নদীর জলে তলিয়ে গেছে আস্ত চারচাকা গাড়ি। স্থানীয়দের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এই তিনজনের মধ্যে একজনার বাড়ি বর্ধমানের অগ্রদ্বীপে, অপরজন নাকাশিপাড়ায় বাকি আরেকজনের বাড়ির কোথায় তার খোঁজ করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

যদিও মদ্যপ আহত তিন ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে কৃষ্ণগঞ্জ থানায়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তিন ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা করছেন কী কারনে কোথা থেকে, কী উদ্দেশ্যে তারা এই ব্রিজ টপকানোর চেষ্টা করেছিলেন। ৫০০ মিটার দূরে পাকা ব্রিজ থাকা সত্ত্বেও কী উদ্দেশ্যে এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে গাড়ি তুলে দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন। মূলত এই ব্রিজ দিয়ে সাইকেল যাত্রী ও মোটরসাইকেল পারাপার হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন, নেলকাটারের সঙ্গে কেন দুটো ছোট চাকু থাকে, জানেন কী কী কাজে এগুলি ব্যবহার করতে হয়

আরও পড়ুন, দুর্দান্ত খবর! ৭.৬৫% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে

যেহেতু সীমান্ত লাগোয়া এলাকার ঘটনা। তাই অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। তবে বাঁশের ওই সাঁকো ভেঙে যাওয়ায় নাকাল এলাকাবাসী। এদিন সকাল থেকেই কৃষক, সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রী প্রত্যেকেই নদী পারাপার করছেন অনেকটা ঘুরপথে।

Mainak Debnath

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Car Accident, Nadia