নবদ্বীপ: বৌদির মৃত্যুর তিনদিন পরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দেওর। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত চরব্রহ্ম নগর পূর্ব পাড়া এলাকায়। মৃত যুবকের নাম চন্দন দেবনাথ বয়স আনুমানিক ২৭ বছর। মৃত ওই যুবক স্থানীয় এলাকাতেই সেলাইয়ের কাজ করতেন বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা যায় দিন কয়েক আগেই মৃত ওই যুবকের বৌদির মৃত্যু হয়। বুধবার বৌদির শ্রাদ্ধের কাজ ছিল। গতকাল আনুমানিক রাত আটটা নাগাদ চন্দন দেবনাথ বাড়ি থেকে বেরিয়ে যায়। সারারাত সে বাড়িতে ফেরেনা। এদিন সকালে পরিবারের লোকজন স্থানীয় এলাকাবাসীদের মুখে শুনতে পায় স্থানীয় পুকুরের ধারে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে চন্দন। এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় পরিবারের লোকজন। পরিবারের লোকজন গিয়েই দেহ শনাক্ত করে চন্দন দেবনাথের দেহ।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে 'বাহিনী' কাঁটা? ১ লক্ষ ৮০ হাজার পুলিশ মিলবে কী করে? চিন্তায় নির্বাচন কমিশন
তবে বৌদির মৃত্যুর তিন দিনের মাথায় দেওরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। তিন দিন আগেই কলকাতায় মারা যায় ওই যুবকের বৌদি। এরপরেই বুধবার সকালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। যদিও তিন দিনের মাথায় পরিবারের আরো এক সদস্যের মৃত্যুর কারণ অজানা পরিবারের অন্যান্য সদস্যদের।
এরপরে মৃত উদ্ধার করে নিয়ে আসা হয় নবদ্বীপ থানায়। এরপর সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কৃষ্ণনগর মহাকুমা হাসপাতালে। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news