#নদিয়া: সরকার থেকে চালানো হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। নিজের ঘর বাড়ির মত পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে বারংবার। ঘরের এবং বাইরের পরিবেশ যেমন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, ঠিক তেমনই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত প্রত্যেকটি মানুষেরও। তবে রাস্তাঘাটে এমন অনেক মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখা যায় যাদের নিত্যদিন স্নান করা তো দূর ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও তারা পারেনা। এবার তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিল নবদ্বীপের বেশ কয়েকজন যুবক। নদিয়ার নবদ্বীপ এলাকায় রয়েছে একাধিক ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। যাদের বাড়িঘর নেই, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে ভিক্ষে করে বেড়ায়। রাত্রিবেলা ফুটপাত কিংবা রেলস্টেশনে ঘুমোয়। যেসব মানুষদের পাশে দাঁড়ালেন নবদ্বীপ দেয়ারা পাড়া এলাকার বেশ কয়েকজন যুবক। সপ্তাহের একটি দিনে সেই সমস্ত ভবঘুরে মানসিক ভারসাম্যহীন দুঃস্থ ব্যক্তিদের চুলদাড়ি সমস্ত কাটানোর উদ্যোগ নেন তারা। তাদেরকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর পরিষ্কার জল দিয়ে স্নান করানো হয় তাদের। এবং কখনও কোনও দুস্থ মানুষের জামা কাপড়ের অভাব পড়লে তাকে জামাকাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়। প্রত্যেক সপ্তাহে একটি দিন করে এই মহান কাজ করে আসছেন নবদ্বীপ দেয়ারা পাড়া এলাকার বেশ কয়েকজন যুবক। এবং তাদের এই উদ্যোগের সাথে রয়েছে বিদ্যানগর পোস্ট অফিসের পোস্ট মাস্টার রাজু পাত্র। তাদের এই কাজের ফলে স্বাভাবিকভাবেই খুশি নবদ্বীপের এলাকাবাসীরা। স্থানীয়রা জানায় তাদের এই কর্মকাণ্ডের ফলে বহু মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা ধীরে ধীরে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসছে। Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Nabadwip, Nadia news