#নদিয়া: বাংলায় অনার্স পড়ে মোমো বিক্রির সিদ্ধান্ত কৃষ্ণনগর শক্তিনগরের বাসিন্দা অঙ্কিতা নস্করের। করোনার প্রকোপ এর ফলে ব্যবসা-বাণিজ্য, চাকরির পরিস্থিতি খারাপ। বহু মানুষ হারিয়েছেন তাদের চাকরি। কেউ বা ব্যবসা লসে রান করায়, বন্ধ করে দিয়েছেন। এমতাবস্থায় নতুন করে চাকরি পাওয়া তো দূর, নিজের চাকরি টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটময় পরিস্থিতির মধ্যেও একটি বড় চ্যালেঞ্জ নিয়েছেন কৃষ্ণনগর শক্তিনগর এর বাসিন্দা অঙ্কিতা নস্কর। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে গ্রাজুয়েট হন তিনি। তারপর ব্যবসা শুরু করেন মোমোর।
তিনি জানান, প্রথম দিকে খরিদ্দার আসতে একটু সংকোচ বোধ করলেও আস্তে আস্তে তা ঠিক হয়ে যায়। তার মোমোর স্টলে খরিদ্দারের ভিড় লেগে থাকে প্রতিদিনই। কচিকাঁচা থেকে শুরু করে পাড়ার মেয়েরা এবং বয়স্ক লোকেরা এসে তার মোমো খান এবং যথেষ্টই প্রশংসা করেন। অন্যান্য দোকানের মোমোর থেকে তার মোমোর আকৃতি কিছুটা আলাদা। সেটি দেখতে অনেকটা পুলি পিঠের মত। আর খেতেও যথেষ্টই সুস্বাদু বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। একটি মেয়ের এমন অভিনব উদ্যোগ দেখে কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনে নেব তাদের কাছ থেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Krishnanagar, Momo, Nadia