কৃষ্ণগঞ্জ: গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অভিযোগ তুললেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টি জেলা পরিষদের সভাপতি থেকে এসডিও এবং বিডিওকে জানিয়েছেন বলেও জানান তিনি। সূত্রের খবর অনুযায়ী, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির থেকে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ড্রেনেজ প্রকল্পে ১ লক্ষ ৮০ হাজার টাকা খরচ করে নর্দমাটি নির্মাণ করা হয়েছে সেখানে প্রকল্পের বোর্ডও লাগানো হয়েছে।
কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত ফিফটিনথ্ ফিন্যান্সের ড্রেনের প্রকল্প দেখিয়ে এক লক্ষ টাকা খরচ করে ড্রেন না করে টাকা আত্মসাৎ করেছেন এবং পঞ্চায়েত সমিতির ভোটের পাশেই পঞ্চায়েতের নর্দমা তৈরির বোর্ড লাগিয়ে রেখেছেন।
আরও পড়ুন: ঝমঝমিয়ে বৃষ্টি জেলা জুড়ে! স্বস্তিতে নদিয়ার মানুষ! দেখে নিন কেমন থাকবে আবহাওয়া
পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার বলেন আমরা নর্দমা করেছি এক লক্ষ আশি হাজার টাকা খরচ করে, তার ফলক লাগানো আছে৷ আবার সেই নর্দমা দুইমাসের মধ্যে গ্রামপঞ্চয়েত আবার কাজ করেছে বলে ফলক দিয়েছে এলাকায়, মূলত দাবি সভাপতির। তৃনমূল ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চোধুরীর ভাইপো ঠিকাদার সুশান্ত ঘোষ চৌধুরীকে টাকাটা পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও সেই নর্দমা তৈরির টাকা দেওয়া হয়নি বলেই জানান কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত প্রধান মানস দত্ত৷ এছাড়াও তিনি বলেন,সরেজমিনে তদন্ত করে তিনি রিপোর্টটি বিডিওর কাছে পাঠাবেন।
আরও পড়ুন: বেড়া দেওয়া নিয়ে বিবাদ, শোধ নিতে জমির ফসল গবাদি পশু দিয়ে খাইয়ে দিল পাড়ার ক্লাব!
বিষয়টি বিডিওকে লিখিতভাবে জানানো হয়েছে। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত বিডিও ওই পঞ্চায়েত থেকে কাগজপত্র চেয়ে পাঠিয়েছেন এবং তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corruption, Nadia news