শান্তিপুর: ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী। ২০০ বছর পরাধীন থাকার পর ভারতবর্ষ কী ভাবে চলবে, সেই সংক্রান্ত সংবিধান রচয়িতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। অনগ্রসর পিছিয়ে পড়াদের জন্য তিনি বিশেষ সংরক্ষণের ব্যবস্থা রাখেন সংবিধানে। যাতে সমাজের মূল স্তরে সকলে একসঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।
নদিয়ার শান্তিপুর থানার মোড়ে অবস্থিত আম্বেদকরের ১৩৩ তম জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে মাল্যদান করতে শুক্রবার সকাল থেকেই কার্যত ভিড় লেগে যায়।পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন কমিটির নদিয়া জেলা কমিটির সম্পাদক সৌমেন মাহাতো, শান্তিপুরের সিপিআইএম নেতৃত্ব সঞ্জিত ঘোষ, বহুজন সমাজ পার্টির শান্তিপুর বিধানসভার সম্পাদক মহিতোষ মণ্ডল, বিজেপির বিভিন্ন কর্মকর্তাগণ-সহ ভারতীয় জনতা পার্টির ওবিসি সেলের নদিয়া দক্ষিণ জেলার সভাপতি গোপাল শর্মা, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেশ লাল সরকার, জেলা আইএনটিটিইউ সি সভাপতি সনৎ চক্রবর্তী,পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক-সহ পৌর কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন কাউন্সিলরগণ এ দিন তাঁদের দলের কর্মী সমর্থকদের নিয়ে ব্যানার সহযোগে আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করতে উপস্থিত হন প্রায় একই সময়ে।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।