রানাঘাট: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া কুখ্যাত দুই দুষ্কৃতী গ্রেফতার। অভিযুক্ত ব্যক্তিদের নামে এর আগে একাধিকবার চুরি ডাকাতি ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছিল থানায়। ধৃতদের নাম সুধন্য সূত্রধর, প্রসেনজিৎ বিশ্বাস। ভোররাতে এদের তারাপুর থেকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেয় ডাকাতির জন্যই তারা জড়ো হয়েছিল এবং এর আগেও একাধিক দুষ্কর্মের সঙ্গে জড়িত ছিলেন। দুদিন আগেই ছাড়া পায় জেল থেকে। তারপরেই আবারও ডাকাতির ছক কষেছিল তারা।
রানাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নামে এবং রানাঘাট থানার অন্তর্গত তারাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের রানাঘাট আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এর আগে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মতো কাজ করার অভিযোগ জমা পড়েছিল।
আরও পড়ুন: বাঙালির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য! মামলা থেকে অব্যাহতি পেয়ে গেলেন পরেশ রাওয়াল
একের পর এক বেড়েই চলেছে জেলার বিভিন্ন প্রান্তে চুরি ডাকাতির মত ঘটনা। এ বিষয় নিয়ে প্রশাসনও উদ্বিগ্ন। জেলার বিভিন্ন মন্দিরে রাতের অন্ধকারে চুরি, কোথাও ছিনতাই কোথাও বা বিভিন্ন রকম অসামাজিক কাজ বেড়েই চলেছে দিনের পর দিন। যদিও প্রশাসনের তৎপরতায় বেশ কিছু দুষ্কৃতীরা ইতিমধ্যেই ধরা পড়েছে। স্থানীয় মানুষদের লিখিত অভিযোগ দায়ের করার ফলে অসামাজিক কাজকর্ম করা অনেক অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এখনও বেশ কিছু জায়গায় একাধিক দুষ্কর্মের অভিযোগ উঠে আসছে। যা নিয়ে উদ্বিগ্ন নদিয়াবাসী।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news