শান্তিপুর: প্রহরা থাকা সত্ত্বেও চায়ের দোকানের চালার অ্যাসবেস্টার কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বেশ কয়েক হাজার নগদ অর্থ চুরির অভিযোগ। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের প্রাণকেন্দ্র মতিগঞ্জ মোড়ের। এর আগেও একাধিকবার শান্তিপুরে বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা এসেছে খবরের শিরোনামে। তবে এবারে চায়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন সকলেই।
চায়ের দোকানদার সুবীর বিশ্বাসের অভিযোগ, গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। আজ সকালে চায়ের দোকান খুলে দেখে দোকানের চালের অ্যাসবেস্টার কাটা, এরপর দেখে কৌটোতে রাখা বেশ কয়েক হাজার টাকা উধাও, পাশাপাশি অন্য আসবাবপত্র চুরি করে নেয় দুষ্কৃতীরা। স্বভাবতই চুরির ঘটনা নজরে পড়তেই মাথায় হাত পড়ে যায় চায়ের দোকানদার সুবীর বিশ্বাসের। তাঁর অভিযোগ প্রতিদিনই প্রাণকেন্দ্র মতিগঞ্জ মোড়ে থাকে পাহারাদার, গতকালকে রাতেও ছিল প্রহরীরা। তা সত্ত্বেও কীভাবে এই চুরির ঘটনা ঘটল বোঝা যাচ্ছে না।
আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের
আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?
তবে বিষয়টি তিনি জানিয়েছেন ব্যবসায়ী সমিতিকে, পাশাপাশি চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শান্তিপুর থানায়। যদিও চায়ের দোকানদার সুবীর বিশ্বাস এও জানান, বেশ কয়েক বছর আগে আরো একবার চুরি হয় তার দোকানে। দ্বিতীয়বার আবারও চুরির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nadia news