হোম /খবর /নদিয়া /
জামাকাপড়ের দোকানে ভয়াবহ আগুন! লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

Nadia News: জামাকাপড়ের দোকানে ভয়াবহ আগুন! লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্ক

আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা

আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা

Nadia News: নদিয়ার রানাঘাট পুরসভার সামনে একটি জামাকাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুন নেভানোর কাজে প্রাথমিকভাবে ওই এলাকার ব্যবসায়ীরা হাত লাগালেও ,পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

আরও পড়ুন...
  • Share this:

রানাঘাট: নদিয়ার রানাঘাট পুরসভার সামনে একটি জামাকাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আগুন নেভানোর কাজে প্রাথমিকভাবে ওই এলাকার ব্যবসায়ীরা হাত লাগালেও ,পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। দমকল কর্মীদের তৎপরতায় পার্শ্ববর্তী দোকানগুলিতে আগুনের তাপ লেগে কিছু ক্ষয়ক্ষতি হলেও, তা ভয়ানক আকার নিতে পারেনি।

দমকল কর্মীদের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনও পাওয়া যায়নি। তবে মালিকের অনুমান লক্ষাধিক টাকার বিক্রয় সামগ্রী পুড়ে গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রানাঘাট পুরসভা অঞ্চলে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর শান্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা। ওই দোকানের পাশাপাশি লাগোয়া অন্য কোন দোকানে আগুন ছড়ায়নি বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুনঃ South 24 Parganas News: এবার বাজেয়াপ্ত করার বাজিতে আগুন, চাঞ্চল্য বজবজ থানা এলাকায়

প্রসঙ্গত দিনের পর দিন বেড়েই চলেছে তাপমাত্রা। মানুষ ও প্রাণীজগতের পাশাপাশি তাপমাত্রা বাড়ার ফলে আগুনের মতো ভয়াবহ ঘটনা থেকেও সতর্ক থাকতে বলছেন দমকল বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা। অতিরিক্ত গরমে যেকোনও দাহ্য পদার্থই একটু অসতর্কতার ফলে লেগে যেতে পারে আগুন। সেই কারণে দাহ্য বস্তু এবং বিশেষ করে যে সমস্ত ঘিঞ্জি মার্কেট রয়েছে সেই সমস্ত জায়গাতে ধূমপান এবং কোনরকম আগুন জ্বালাতে নিষেধ করছেন দমকল কর্মীরা।

Mainak Debnath

First published:

Tags: Fire, Nadia, Nadia news, Ranaghat