রানাঘাট: গভীর রাতে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কোর্ট মোর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, গভীর রাতে হঠাৎই বিকট শব্দ শুনতে পেয়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। বাইরে বেরিয়ে এসে দেখেন, একটি ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে তার থেকে ছড়িয়ে গিয়েছে ভয়াবহ আগুন।
আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, স্থানীয় বাসিন্দারা কোনও কিছু করে ওঠার আগেই দ্রুত সেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের কারখানার পাশেই ছিল একটি বাজার। সেখানেও আগুনের আঁচ কিছুটা পড়েছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি কারখানা সংলগ্ন সকল স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বার করে আনা হয়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে।
আরও পড়ুন : ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
আরও পড়ুন : আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরপরে এই ঘটনাস্থলে উপস্থিত হন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায়। খবর দেওয়া হয় শান্তিপুর এবং চাকদহের দমকল বিভাগকেও। সেই জায়গাগুলি থেকে দমকলের একটি করে ইঞ্জিন আসার পর মোট চারটি দমকল ইঞ্জিনের সহযোগিতায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
দমকল সূত্রে খবর, এই ঘটনার জেরে কোনও প্রাণহানী ঘটেনি। তবে বিধ্বংসী আগুনে প্রায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire, Nadia, Nadia news