হোম /খবর /নদিয়া /
বাঁশ বাগানে থেকে উদ্ধার ১৫ তাজা বোমা! এলাকা জুড়ে চরম আতঙ্ক

Nadia News: বাঁশ বাগানে থেকে উদ্ধার ১৫ তাজা বোমা! এলাকা জুড়ে চরম আতঙ্ক

X
উদ্ধার [object Object]

Nadia News: পুলিশি করা নিরাপত্তায় কোনও সাধারণ মানুষকেই বোমের আশেপাশে আসতে দেওয়া হয়নি। এরপরেই বম্বস্কোয়াডকে খবর দেয় পুলিশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    নাকাশিপাড়া: ফের নাকাশিপাড়ার ধনঞ্জয়পুরে উদ্ধার হল তাজা বোমা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পঞ্চায়েতের ভোটের আগেই নাকাশিপাড়া থানার ধনঞ্জয়পুর এলাকা থেকে উদ্ধার হল ১৫ টি তাজা বোমা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ধনঞ্জয়পুরের একটি বাঁশ বাগানে বোমা রাখা আছে বলে গোপন সূত্রে খবর পায় নাকাশিপাড়া থানার পুলিশ। সেই মতো তাঁরা সেখানে পৌঁছে একটি জারের মধ্যে বোমা গুলিকে দেখতে পায়। খবর ছড়িয়ে পড়া মাত্রই স্থানীয় বাসিন্দারা রীতিমত ভিড় জমায় ওই এলাকায়।

    যদিও পুলিশি করা নিরাপত্তায় কোনও সাধারণ মানুষকেই বোমের আশেপাশে আসতে দেওয়া হয়নি। এরপরেই বম্বস্কোয়াডকে খবর দেয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বেথুয়াডহরী স্বাস্থ্য বিভাগ ও অ্যাম্বুলেন্স।

    আরও পড়ুন: শুরু হয়েছে সংস্কার ও সংরক্ষণ, নতুন করে সাজছে মালদহের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ

    আরও পড়ুন: যাত্রী তুলবে কে? টোটো-অটো বিবাদে রণক্ষেত্র গাংপুর স্টেশন, ঝামেলা থামাতে এসে বিপাকে পুলিশবোম স্কোয়ার্ডের সদস্যরা পৌঁছে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাজা ১৫ টি তাজা বোমা নিষ্ক্রিয় করেন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। কী কারনে বোমা রাখা হয়েছিল বাঁশ বাগানে এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

    মৈনাক দেবনাথ

    First published:

    Tags: Crime, Crime News