হোম /খবর /নদিয়া /
জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকে জয়জয়কার নবদ্বীপের ছাত্রছাত্রীদের

Nadia News: জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকে জয়জয়কার নবদ্বীপের ছাত্রছাত্রীদের

X
title=

হরিয়ানার অম্বালায় আয়োজিত ২৬ থেকে ২৮শে মার্চ ২০২৩ তিন দিনব্যাপী জাতীয় জুনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দলগত ও ব্যক্তিগত ভাবে বড় সাফল্য লাভ করল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    নদিয়া: জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকে ছয়টি সোনা, ১৮ টি রূপো, আটটি ব্রোঞ্জ পদক জিতে নবদ্বীপে ফিরল ১০ ছাত্র ছাত্রী। নবদ্বীপের ১০ জন ছাত্র ছাত্রী হরিয়ানার আম্বালায় আয়োজিত ২৬ থেকে ২৮শে মার্চ ২০২৩ তিন দিনব্যাপী জাতীয় জুনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দলগত ও ব্যক্তিগত ভাবে বড় সাফল্য লাভ করলো, নবদ্বীপের শক্তি সমিতি ও ক্রিয়েটিভ জিমন্যাস্টিক অ্যাকাডেমির ১০ ছাত্রছাত্রী।

    এই দলটি বিভিন্ন বিভাগে মোট ৩২ টি পদক লাভ করে নদিয়া এবং এর পাশাপাশি নবদ্বীপের সুনাম অর্জন করে। তার মধ্যে ছয়টি সোনা, ১৮ টি রূপো ও আটটি ব্রোঞ্জ পদক রয়েছে। এদিন দুপুরে এই দলটি নবদ্বীপ ধাম রেলস্টেশনে এসে পৌঁছলে নবদ্বীপ শক্তি সমিতির পক্ষ থেকে মালা পড়িয়ে অভিনন্দন জানানো হয়।

    আরও পড়ুন: সজলধারা প্রকল্প থাকলেও নেই পরিষেবা! কারণ জানলে অবাক হবেন

    এই জিমন্যাস্টিক টিমের কর্মকর্তা পাপাই সরকার জানান নবদ্বীপ শহরে এই প্রথম এতবড় সাফল্য অর্জন করেছে ছেলে মেয়েগুলো। ভবিষ্যতেযদি এরা কিছুটা সরকারি সুযোগ সুবিধা পায় তাহলে আরও ভাল ফল করতে পারবে। তিনি নবদ্বীপের যেসমস্ত জন প্রতিনিধি রয়েছেন তারা যদি একটু এই বিষয়টা নজর দেন ভাল হয়।

    মৈনাক দেবনাথ

    First published:

    Tags: Nadia news